রাহুল গান্ধী রবিনহুড হতে চাইছেন : পবিত্র মার্ঘেরিটা

রাহুল গান্ধী রবিনহুড হতে চাইছেন : পবিত্র মার্ঘেরিটা

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : কংগ্রেসের তুষ্টিকরণ রাজনীতি চরম পর্যায়ে পৌঁছেছে। এখন কংগ্রেসের দেশের নাগরিকের সম্পদের ওপর চোখ পড়েছে। নাগরিকের সম্পত্তির হিসাব দিতে হবে। রাহুল গান্ধী রবিনহুড হতে চাইছেন। বুধবার শিলচরের কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেছেন রাজ্যসভার সাংসদ তথা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব পবিত্র মার্ঘেরিটা। তিনি বলেন,দেশবাসীর উপার্জন ও সম্পত্তির দিকে নজর রেখেছে কংগ্রেস ও ইন্ডিয়া জোট। কংগ্রেসের ইস্তাহারে বলা হয়েছে যে তাঁদের সরকার ক্ষমতায় এলে তদন্ত করবে কে কত আয় করেছে, কার কত সম্পত্তি রয়েছে। তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় কখনো আসবে না,তাও দেশবাসীর স্বার্থে কংগ্রেসের সম্পত্তি পুনর্বণ্টনের বিষয়ে তীব্র নিন্দা জানায় বিজেপি। কংগ্রেসের এই মানসিকতাকে মাওবাদীদের সঙ্গে তুলনা করেন।

কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে তারা দেশের সম্পত্তি মুসলিমদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেবে। লোকসভা ভোটে জিতলে দেশে সম্পত্তি পুনর্বণ্টনের সমীক্ষা চালাবে কংগ্রেস সরকার। কয়েক দিন আগে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। তাঁর দাবি, কংগ্রেস মানুষের কষ্টার্জিত উপার্জন এবং সম্পত্তির উপর নজর রেখেছে। সুযোগ পেলেই কংগ্রেস তা কেড়ে নিয়ে বিতরণ করবে বলে দাবি পবিত্র মার্ঘেরিটার। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী, প্রদেশ মিডিয়া সেলের সদস্য দীপন দেওয়ানজি, কাছাড় জেলা বিজেপির মিডিয়া ইনচার্জ বিজেন্দ্র প্রসাদ সিং।

Author

Spread the News