ভারত মায়ের মূর্তি পূজা ও উদয়স্থ বন্দেমাতরম মহামন্ত্র যজ্ঞ শিলচরে

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : প্রতি বছরের ন্যায় এবছরও আর্য সংস্কৃতি বোধনী সমিতির উদ্যোগে বন্দেমাতরম উৎসবের ৩৬ তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানসূচি হাতে নেওয়া হয়েছে।সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান।বৃহস্পতিবার ভারত মাতার মূর্তি পূজা ও উদয়াস্ত বন্দেমাতরম মহামন্ত্র যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ দুপুরে মধ্যাহ্নে প্রসাদ বিতরণ সহ সন্ধায় পূর্ণাহুতির মাধ্যমে মহোৎসবের সমাপ্তি ঘোষনা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। তারা আরও বলেন, শিলচর তারাপুরের কানাইলাল নিয়োগি লেনে অতি শীঘ্রই ভারত মাতার স্থায়ী মন্দির নির্মাণের পরিকল্পনা ও তার বাস্তবায়নের লক্ষ্যে সমিতি তাদের কাজ চালিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও এদিন জানিয়েছেন তারা।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News