অবৈজ্ঞানিক ভাবে মেহেরপুরের ডাম্পিঙ গ্রাউন্ডে বর্জ পুড়ানোর প্রতিবাদ
বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : কিছুদিন আগে তারাপুর এলাকার নদীতে মলমূত্র জল নদীতে ফেলে দেওয়ায় বিতর্কের মুখে পড়ে শিলচর পুরসভা। এবার ডাম্পিং গ্রাউন্ডে বর্জ্য পদার্থ গুলো পুড়িয়ে ফের ক্ষোভের মুখে পড়ল পুরসভা কর্তৃপক্ষ। পুর কর্তৃপক্ষ অত্যন্ত অবৈজ্ঞানিক ভাবে মেহেরপুর ডাম্পিঙ গ্রাউন্ডে বর্জ পদার্থ খোলা আকাশের নীচে জ্বালিয়ে পরিবেশ দূষণ করা হচ্ছে। এতে তীব্র প্রতিবাদ জানায় সামাজিক সংগঠন ড. শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ।
পুরসভার এমন কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেন পরিষদ সভাপতি বরিষ্ঠ সাংবাদিক হারাণ দে।
তিনি বলেন, অবৈজ্ঞানিক পদ্ধতিতে পৌরসভার এমন কর্মকাণ্ডে এলাকার পরিবেশ দূষণের পাশাপাশি নানা রোগের সৃষ্টি হতে পারে। তাই শিলচর পুর কর্তৃপক্ষকে এই ডাম্পিঙ গ্রাউন্ডের পাশ্ববর্তী জনসাধারণের স্বাস্থ্যের কথা চিন্তা করে অবিলম্বে এই বর্জ পদার্থ জ্বালানোর কাজ বন্ধ করার জোরালো দাবি জানিয়েছেন। তিনি আরও বলেন, একটি কল্যাণকামি রাষ্ট্রে এধরনের পরিবেশ দূষণ সৃষ্টিকারী কাজ শুধু জনস্বার্থ বিরোধীই নয় এটা বেআইনিও।