নগাঁওয়ে সাংবাদিক নিগ্রহ, শিলচরেও প্রতিবাদ

বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : নগাঁও  জেলা আয়ুক্ত নরেন্দ্রকুমার শাহ  সাংবাদিক দীপঙ্কর মেধিকে শারীরিক ভাবে নিগ্রহে প্রতিবাদ জানাল শিলচর প্রেসক্লাব। শনিবার শিলচর প্রেসক্লাব কার্যালয়ের সামনে হাতে প্লে কার্ড নিয়ে প্রতিবাদ জানালেন কর্মকর্তারা। অবিলম্বে ডিসি শাহের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করতে সরকারের কাছে জোরালো দাবি উত্থাপন করা হয়। বিভিন্ন শ্লোগান দিয়ে ডিসি নরেন্দ্রকুমার শাহকে ধিক্কার জানান সাংবাদিকরা।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য উপস্থাপন করেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শংকর দে, সাংবাদিক ইয়াসিন মজুমদার, অনাথবন্ধু নন্দী, আহাদুল আহমেদ লস্কর, অনুপ দাস, দিলীপকুমার সিং, মৃদুলা ভট্টাচার্য, ভোলা  নাথ, দিলোয়ার হোসেন বড়ভূইয়া, জুয়েল লস্কর, জয় রায়, বাপি আচার্য, চয়ন ভট্টাচার্য প্রমুখ।

উল্লেখ্য, শুক্রবার জেলা আয়ুক্ত শাহ সাংবাদিক মেধিকে কোঠায় বন্দী করে শারীরিক ভাবে হেনস্তা করেছেন বলে অভিযোগ।

Author

Spread the News