সর্বভারতীয় অপারেশনাল রিসার্চ সোসাইটির সদস্য নির্বাচিত অধ্যাপক নবেন্দু
বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : মর্যাদা সম্পন্ন ভারতীয় অপারেশনাল রিসার্চ সোসাইটি (ওআরএসআই)’র সদস্য নির্বাচিত হলেন আসাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. নবেন্দু সেন। অতি সম্প্রতি ওআরএসআই’র কেন্দ্রীয় পরিষদের ২০২৫-২৬’র জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সদস্যপদ পেয়েছেন নবেন্দু।
আন্তর্জাতিক অপারেশনাল রিসার্চ ফেডারেশন (আইএফওআর) অনুমোদিত ভারতীয় অপারেশনাল রিসার্চ সোসাইটি প্রায়োগিক বিজ্ঞান, প্রায়োগিক গণিত তথা সমাজবিজ্ঞানেরও প্রয়োগিক গবেষণার ক্ষেত্রে অন্যতম নিয়ামক সংস্থা হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। স্বাভাবিকভাবেই এই সোসাইটির সদস্য হওয়া একটা আভিজাত্যের বিষয় হিসেবে গণ্য হয়।
আগামী ২৫-২৬ বর্ষের জন্য সম্প্রতি সোসাইটি পুনর্গঠিত হয়েছে। নতুন কমিটিতে সারাদেশের প্রয়োগিক বিজ্ঞানের বিভিন্ন শাখার ১৫ জনকে নির্বাচিত করা হয়েছে। এতে সর্বভারতীয় স্তরে নির্বাচনের মাধ্যমে আসাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. নবেন্দু সেন জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন। সোসাইটির সভাপতি হয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চন্দ্রকান্ত জাগ্গি এবং সম্পাদক অধ্যাপক সমরজিৎ কর।
উল্লেখ্য, আসাম বিশ্ববিদ্যালয়ের বিশেষভাবে সক্রিয় ও পরিচিত মুখ হচ্ছেন ড. নবেন্দু সেন। তার বহু গবেষণা পত্র জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সমাদৃত হয়েছে। স্বাভাবিকভাবেই তার সর্বভারতীয় স্তরে এই নতুন স্বীকৃতি ঘিরে আসাম বিশ্ববিদ্যালয় সহ পরিচিত মহলে ব্যাপক খুশির আবহ তৈরি হয়েছে।