বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : ফিনটেক উদ্ভাবনের জন্য ব্রিটেনের ডিজাইন পেটেন্ট পেলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. হাবিবুর রহমান লস্কর। গত ২৬ নভেম্বর ব্রিটেনের ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিস তাঁর উদ্ভাবিত ‘ফিনান্স-ইন্টিগ্রেটেড অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস’-এর জন্য এই পেটেন্ট মঞ্জুর করে।
এর আগে ২০২৩ সালেও ড. লস্কর ও তাঁর দলের ‘ইক্যুইটি রিস্ক ম্যানেজমেন্ট ডিভাইস’-এর জন্য ভারত সরকার পেটেন্ট প্রদান করেছিল। এই দুটি পেটেন্ট অর্জনের মাধ্যমে ফিনান্স, ফিনটেক ও ফিনান্সিয়াল রিস্ক অ্যানালিটিক্সে তাঁর গবেষণার স্বীকৃতি মিলেছে।
নতুন পেটেন্টপ্রাপ্ত ‘ফিনান্স-ইন্টিগ্রেটেড অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম’ এমন এক উদ্ভাবনী প্রযুক্তি, যা প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে আর্থিক লেনদেনের সুবিধা প্রদান করে। এই সিস্টেমের মাধ্যমে অনুমোদিত ব্যবহারকারীরা একই ডিভাইস ব্যবহার করে পরিচয়-নির্ভর নিরাপদ আর্থিক লেনদেন—যেমন পেমেন্ট বা অনুমোদন সম্পন্ন করতে পারবেন। কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক পরিবেশে নিরাপত্তা ও আর্থিক কার্যক্রম একইসঙ্গে পরিচালনার ক্ষেত্রে এই প্রযুক্তি বিশেষভাবে কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।


