মাতাবাড়ি নিয়ে অশালিন ভিডিও তৈরী করলে পুলিশি মামলা সহ জরিমানা
বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে একদল যুবক যুবতী সহ কিছু মহিলারা মাতা বাড়ির ভিডিও ধারন করে এতে কুরুচিক গান সংযোগ করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছেন। যার ফলে সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে ধর্মপ্রাণ মানুষের মধ্যে। এমন খবরে নড়েচড়ে বসলেন মাতাবাড়ি মন্দির পরিচালন কমিটির কর্মকর্তারা।
শনিবার সকাল থেকেই মন্দির পরিচালন কমিটির পক্ষে মাইকিং করে দর্শণার্থীদের উদ্দেশ্যে বলা হয় যে মাতাবাড়িতে এসে যদি অশ্লীল ভিডিও বানানো হয় বা এ ধরনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানো হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি মোটা অঙ্কের জরিমানাও আদায় করা হবে। মন্দির পরিচালন কমিটির এ ধরনের সিদ্ধান্তে সকল ধর্মপ্রাণ মানুষ বেজায় খুশী হয়েছেন। শুধু ভিডিও নয় মন্দির নিয়ে আরোও বেশ কিছু নিয়ম লাগু করার কথা জানান মাতাবাড়ি মন্দিরের ম্যানেজার মানিক দত্ত সহ অন্যরা।