সেনাদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে মিজোরামে দুর্ঘটনার কবলে বিমান

সেনাদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে মিজোরামে দুর্ঘটনার কবলে বিমান

২৩ জানুয়ারি : মিজোরামে দুর্ঘটনার কবলে পড়ল মায়ানমার সেনার বিমান। বিমানটি ভারত থেকে মায়ানমারের সেনাদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ মিজোরামের লেংপুই বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে নির্দিষ্ট জায়গায় থামতে পারেনি বিমানটি। পিছলে এগিয়ে গিয়ে রানওয়ের বাইরে পড়ে যায়। সূত্রের খবর, বিমানটিতে পাইলট–সহ মোট ১৩ জন ক্রু সদস্য ছিলেন। তাঁদের মধ্যে অন্তত ৮ জন গুরুতর আহত। তাদের চিকিৎসার জন্য লেংপুই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, মায়ানমারে সম্প্রতি বিদ্রোহীদের তীব্র আক্রমণের মুখে পড়ে সেখানকার সেনাবাহিনীর সদস্যরা দলে দলে ভারতে অনুপ্রবেশ করছে। মণিপুর, মিজোরাম–সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে আশ্রয় নিচ্ছে। সংখ্যাটা প্রায় ২৭৬। তার মধ্যে ১৮৪ জন সদস্যকে সোমবারই মায়ানমার ফেরত পাঠানো হয়েছে। বাকি ৯২ জন সদস্যকে নিতে এদিন বিমানটি এসেছিল। কিন্তু পড়ে যায় দুর্ঘটনার কবলে।
খবর : আজকাল ডট ইন।

Author

Spread the News