দুবাইয়ে শিক্ষা জগতের বিশেষ পুরস্কার আজমল মর্ডান রেসিডেন্সি স্কুলের
বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : আন্তর্জাতিক পর্যায়ে আজমল মর্ডান রেসিডেন্সি স্কুলের সুনাম অর্জন, দুবাইয়ে শিক্ষা জগতের বিশেষ পুরস্কার লাভ করতে সক্ষম হল। বলতে গেলে রাজ্যের শিক্ষার ক্ষেত্রে একের এক আলোড়ন সৃষ্টি করে আছে আজমল ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এই প্রতিষ্ঠানগুলি শৈক্ষিকজগতে একের পর এক সফলতা লাভ করতে সক্ষম হচ্ছে। সর্ব ভারতীয় পর্যায়ের সাথে আন্তর্জাতিক পর্যায়েও এক উজ্জ্বল নাম লাভ করতে সক্ষম হয়েছে। সদ্য আজমল মর্ডান রেসিডেন্সি স্কুল ”এডুকেশনেল এক্সিলেন্স অ্যাওয়ার্ড – ২০২৪” পুরস্কার লাভ করে। “বিশ্ব বিদ্যালয় শীর্ষ” নামক সংস্থাই বিদ্যালয়ের সকল বিষয়বস্তু পর্যবেক্ষন ও মূল্যায়ন করে আজমল মডার্ন রেসিডেন্সি স্কুলকে এই পুরস্কারে সম্মানিত করে। বিদ্যালয়ের উদ্ভাবনমূলক শৈক্ষিক পরিবেশ, সামগ্রীক বিকাশ ও গোলকীয় নাগরিকত্ব এবং শৈক্ষিক পরিবেশের জন্য সকলেরই দৃষ্টি আকর্ষণ করে।
২০২০ সালে আজমল মডার্ন রেসিডেন্সি স্কুল প্রতিষ্ঠা লাভের পর থেকেই রাজ্য পর্যায়ের পরীক্ষা থেকে শুরু করে সর্ব ভারতীয় যে কোন পরীক্ষায় ভালো ফলাফল প্রদর্শন করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হয়েছে। প্রতিবৎসরেই ভারতীয় অলিম্পিয়াডে শীর্ষ স্থান দখল করতে সক্ষম হয়ে আসছে এই বিদ্যালয়। যার ফলে বিগত বছরে ৭ লক্ষের উপর স্কলারশিপ লাভে সক্ষম হয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। প্রতিবছর অলিম্পিয়াড পরীক্ষায় অবতীর্ণ হয়ে উল্লেখনীয় ফলাফল প্রদর্শন করার পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ষষ্ঠ শ্রেণি থেকে নিট, জেইই এবং সিভিল সার্ভিস পরীক্ষার জন্য কোচিং নিয়ে থাকে। যারজন্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বক্ষেত্রের ফলাফলে ভালো প্রদর্শন করতে পারছে। বিদ্যালয়ের এমন ফলাফলের জন্যই মূলত “বিশ্ব বিদ্যালয় শীর্ষ” নামক সংস্থাই গতরাতে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত দেশের দুবাই শহরে তাদের এক অনুষ্ঠানে আজমল মডার্ন রেসিডেন্সি স্কুলকে “এডুকেশনেল এক্সিলেন্স অ্যাওয়ার্ড -২০২৪” এ ভূষিত করে। সংস্থার পক্ষ থেকে পুরস্কারটি তুলে দেন বিশিষ্ট লেখক চেতন ভগত। বিদ্যালয়ের পক্ষে এই পুরস্কারটি গ্রহণ করেন আজমল ফাউন্ডেশনের ডিরেক্টর ড° খসরুল ইসলাম এবং আজমল সুপার ৪০-এর প্রজেক্ট হেড আব্দুল কাদির। এই সম্মানে ভূষিত হওয়ায় বেজায় খুশি আজমল পরিবার সহ, আজমল ফাউন্ডেশন ও তাদের পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তারা।
আজমল পরিবারের পক্ষে আজমল ফাউন্ডেশনের ট্রাস্টি, প্রাক্তন সাংসদ মওলানা বদরুদ্দিন আজমল এবং মুখ্য ন্যাসরক্ষী সিরাজুদ্দিন আজমল এমন সম্মান লাভে উৎফুল্লিত হয়ে আজমল ফাউন্ডেশনের ডিরেক্টর ড° খসরুল ইসলাম, জেনারেল মেনেজার ড° এমআরএইচ আজাদ, আজমল সুপার ৪০-এর প্রজেক্ট হেড আব্দুল কাদির, বিদ্যালয়ের অধ্যক্ষ আরিফ আহমদ সহ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।