পরেশ বরুয়ার মৃত্যুদণ্ড রদ বাংলাদেশের আদালতের

১৯ ডিসেম্বর : আলফা প্রধান পরেশ বরুয়ার মৃত্যুদণ্ড রদ করল বাংলাদেশের আদালত। চট্টগ্রাম অস্ত্র পাচার মামলায় তাঁর সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। শুধু তাই নয়, হাসিনা জমানায় এই মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বিএনপির প্রাক্তন মন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৬ জনকে বেকসুর খালাস করেছে আদালত।

২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মাঝরাতে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ধারের জেটিঘাট থেকে অস্ত্র বোঝাই ১০টি ট্রাক আটকায় বাংলাদেশ পুলিশ। পরবর্তীকালে তদন্তে জানা যায়, চিনের তৈরি সেই অস্ত্রগুলি মূলত ভারতবিরোধী কার্যকলাপ চালানোর জন্য পাচার করা হচ্ছিল।  তদন্তে উঠে আসে, এর নেপথ্যে ছিলেন আলফার কট্টরপন্থী নেতা পরেশ বরুয়া ও লুৎফুজ্জামান বাবর সহ ৫০ জন। গ্রেফতার হন অনেকেই। বিচারের পর মোট ১৪ জনের ফাঁসির সাজা হয়। তাঁর মধ্যে ছিলেন পরেশ বরুয়া ও বাবর। পরেশকে যাবজ্জীবন ও বাবর সহ আরও ৬ জনকে বেকসুর খালাস করার নির্দেশ দিয়েছেন, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ।

পরেশ বরুয়ার মৃত্যুদণ্ড রদ বাংলাদেশের আদালতের

Author

Spread the News