উত্তাল সংসদ, ধাক্কাধাক্কির মাঝে মাথা ফাটল বিজেপি সাংসদের
১৯ ডিসেম্বর : আম্বেদকর ইস্যুতে উত্তাল সংসদ। শীতকালীন অধিবেশন শেষের ঠিক একদিন আগে নতুন ভাবে সরগরম সংসদীয় রাজনীতি। তর্ক কিংবা বিতর্ক নয়। সরাসরি সংঘাত। অশান্তির আঁচ পড়ল সংসদে। কংগ্রেস-বিজেপি সাংসদদের ধাক্কাধাক্কির মাঝে মাথা ফাটল বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গীর। রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ আনেন বিজেপি সাংসদ। পাল্টা থেমে থাকেননি কংগ্রেস সাংসদরাও। মল্লিকার্জুন খড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীকে ধাক্কা মারা হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলে বিরোধী শিবির।
অবশ্য, বিজেপি নেতার অভিযোগ নিয়ে মুখ খোলেননি রাহুল গান্ধী। এদিন তিনি বলেন, ‘সংসদের মধ্যে প্রবেশের অধিকার ও অনুমতি আমাদের রয়েছে। কিন্তু বিজেপি সাংসদরা ক্রমাগত সংসদে ঢুকতে আমাদের বাঁধা দিচ্ছিল। এমনকী আমাকে হুমকি-হুঁশিয়ারিও দেওয়া হচ্ছিল।’
জানা যায়, এদিন কংগ্রেস সংসদীয় কমিটি বৈঠকের পরেই উত্তেজনার সূত্রপাত। বৈঠক শেষে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে মিছিল করেন অন্যান্য কংগ্রেস সাংসদরা। সংসদের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে চলে প্রতিবাদ। সেই ফাঁকেই রাহুল গান্ধী সংসদের মধ্যে প্রবেশ করতে গেলে তাঁকে বাধা দেন বিজেপি সাংসদরা, এমনটাই অভিযোগ লোকসভার বিরোধী দলনেতার। খবর : tv9 Bangla।
![উত্তাল সংসদ, ধাক্কাধাক্কির মাঝে মাথা ফাটল বিজেপি সাংসদের উত্তাল সংসদ, ধাক্কাধাক্কির মাঝে মাথা ফাটল বিজেপি সাংসদের](https://baraktaranga.com/wp-content/uploads/2024/12/photogrid_17287589168707709416224300010135-1024x364.jpg)