শিলচরের পিএইচই ডিভিশন ওয়ান এর অস্থায়ী কর্মচারীরা ধরনায়
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : চাকরি স্থায়ীকরণের দাবিতে ৭২ ঘণ্টার ধরনায় বসলেন শিলচরের পিএইচই ডিভিশন ওয়ান এর ২৬ জন অস্থায়ী কর্মচারী। বুধবার ধরনা চলাকালীন অস্থায়ী কর্মচারীরা জানান, গত অক্টোবর ও নভেম্বর মাসের বেতন পাননি। এমনকি ১৬ বছর থেকে ক্যাজুয়াল ভাবে কাজ করে চলছেন এখন পর্যন্ত চাকরির স্থায়ীকরণের কোন ব্যবস্থা হয়নি। ভীষণ কষ্টের মধ্যে সংসার চালাচ্ছেন তাঁরা।
মাঝে মধ্যে দুই এক মাস বেতন বন্ধ থাকলে তাদের বাঁচা দায় হয়ে পড়ে। তাই তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান। ধরনায় উপস্থিত ছিলেন খোকন বিশ্বাস, কবীন্দ্ররুদ্র পাল, সুন্দর আকুরা, বিভাস দাস, বিধু দাস, হাসান আলি বড়ভূইয়া, দীপক দেবনাথ, বিশ্বজিৎ সরকার, অভিজিৎ দাস, প্রকাশ সিং প্রমুখ।