দুর্ঘটনাগ্রস্থ বাহন বরাকের গর্ভ থেকে মুহূর্তে তুলে আনায় ডুবুরিকে সংবর্ধনা এসপির

বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : বড়খলার রায়পুরে দুর্ঘটনায় বরাক নদীতে ডুবে যাওয়া অল্টো গাড়িটি মুহূর্তের মধ্যে উদ্ধার করায় ডুবুরিকে সংবর্ধিত করলেন পুলিশসুপার নুমুল মাহাতো। বুধবার সন্ধ্যারাতে ডুবুরি শ্রীকোণা রাখালপার এলাকার বাসিন্দা রবিজুল আলিকে সংবর্ধনা জানানোর পাশাপাশি পুরস্কার হিসেবে কিছুটা অর্থও তুলে দেন পুলিশ সুপার মাহাতো।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে রইস উদ্দিন বড়ভূইয়া ও স্ত্রী হেলিনা বেগম বড়ভূইয়া এবং তাঁদের ১৩ মাসের কন্যাসন্তান থাকা অল্টো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়লে ডুবে যায়। রইস উদ্দিন গাড়ির গ্লাস ভেঙে বের হলেও স্ত্রী ও শিশু গাড়ির ভেতর আটকে গেলে মৃত্যু ঘটে। ঘটনার পর এসডিআরএফ ও এনডিআরএফ বাহিনী নদীতে তল্লাশি চালিয়ে বাহনের কোন সন্ধান পায়নি। বুধবার সকালে শ্রীকোণার রবিজুল আলি নেমে আধ ঘণ্টার মধ্যে ডুবে থাকা গাড়ির অবস্থান শনাক্ত করে রশি বেধে দেন। এরপর এই রশি ধরে টেনে উপরে তোলা হয়ে গাড়ি।

দুর্ঘটনাগ্রস্থ বাহন বরাকের গর্ভ থেকে মুহূর্তে তুলে আনায় ডুবুরিকে সংবর্ধনা এসপির

এ ছাড়াও রাত থেকে গোটা ঘটনাকে ঘিরে তল্লাশি অভিযানে বিশেষ সক্রিয়তার দরুন রায়পুরের গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক জাকির হোসেনকেও সংবর্ধনা জানান পুলিশসুপার।

Author

Spread the News