পালংঘাট অঞ্চল ভিত্তিক মেধা নিরূপক পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন

বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : পালংঘাট অঞ্চল ভিত্তিক মেধা নিরূপক পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হল। রবিবার চৈতন্য চরন জগৎ চন্দ্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের প্রতিভার বিকাশ তথা মেধা অনুসন্ধানের লক্ষ্যে, নরসিংহপুর খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকের অনুমতি ক্রমে ও সিআরসিসি প্রণয় পালের সুমহান উদ্যোগে পালংঘাট অঞ্চল ভিত্তিক এক মেধা নিরূপক পরীক্ষার আয়োজন করা হয়। উক্ত পরীক্ষায় মনিয়ারখাল, দর্মিখাল এ, দর্মিখাল বি, রুকণি ও পালংঘাট এই পাঁচটি ক্লাস্টারের ৫ম ও ৮ম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করে। এতে  ৫ম শ্রেণীর ৩৬জন ও  ৮ম শ্রেণীর ১৭জন এবং সব মিলিয়ে মোট ৫৩জন পরীক্ষার্থী অবতীর্ণ হয়।

পরীক্ষার ফল কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে। এতে মেধা তালিকায় স্থান অর্জনকারী ৫ম শ্রেণীর ১০জন এবং ৮ম শ্রেণীর ১০জন করে মোট ২০জন ছাত্রছাত্রীদের বিশেষ অনুষ্ঠানে স্মৃতি পুরস্কার, শংসাপত্র দিয়ে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানটি সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ার জন্য ক্লাস্টারের সিআরসিসি প্রণয় পাল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্রছাত্রী এবং অন্যান্যদের ধন্যবাদ জানান।

Author

Spread the News