উত্তর গুয়াহাটিতে রাতে নৌকা দুর্ঘটনায় লুইত নদীতে নিখোঁজ যুবক, আটক চার
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : উত্তর গুয়াহাটিতে ভয়াবহ নৌকা দুর্ঘটনায় লুইত নদীতে নিখোঁজ রয়েছে এক যুবক। নিখোঁজ যুবকের নাম রাকেশ মেধি। তাঁর বাড়ি উত্তর গুয়াহাটির রজাদুয়ারের মণিকর্ণেশ্বর এলাকায়। হাত-চালিত নৌকা নিয়ে চারজন বন্ধুর সঙ্গে বনভোজনে গিয়েছিলেন রাকেশ মেধি। স্থানীয় মাঝিরা অপর তিনজনকে উদ্ধার করলেও রাকেশকে এখনও খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পর রাতভর নদীতে পুলিশ ও…
