বিশ্ব ধ্যান দিবসে “ধ্যান সে জ্ঞান” কর্মসূচি শিলচর নিরাময়ের

হাজারের বেশি মেডিটেশন প্রোগ্রামের সংকল্প

বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : এবারও  “বিশ্ব ধ্যান দিবস” উপলক্ষে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে মানসিক সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে যৌথভাবে বড়সড় প্রকল্প হাতে নিয়েছে শিলচর ” নিরাময় স্কুল অব যোগ এডুকেশন” ও “ইনস্টিটিউট অব যোগ এডুকেশন রিসার্চ অ্যান্ড হলিস্টিক সায়েন্সেস”। এর অঙ্গ হিসেবে “ধ্যান সে জ্ঞান” প্রকল্প শুরু হচ্ছে। শুক্রবার, এমনটাই জানিয়েছেন নিরাময় ও ইনস্টিটিউট অব যোগ এডুকেশন রিসার্চ , শিলচর-এর কর্মকর্তারা। নিরাময় স্কুল অব যোগ এডুকেশনের চেয়ারম্যান ডাঃ অজিত কুমার ভট্টাচার্য, ডিরেক্টর শতাক্ষী  ভট্টাচার্য, উপদেষ্টা বিক্রমজিৎ চক্রবর্তী, ড. অপ্রতিম নাগ, যোগাচার্য রাহুল প্রমুখ বিস্তারিত উল্লেখ করেন এই বিষয়ে।

তাঁরা জানান, কর্মসূচির অন্তর্গত  প্রথম ধাপে হাজারেরও বেশি মেডিটেশন বা ধ্যান প্রোগ্রাম পরিচালনা করা হবে। শুরু হবে ২১ ডিসেম্বর, রবিবার থেকে। সরকারি-বেসরকারি অফিস, স্কুল, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান নিরাময় ও ইনস্টিটিউট অব যোগ এডুকেশন রিসার্চ-এর সঙ্গে যোগাযোগ করে ধ্যান কর্মসূচি আয়োজন করতে পারবেন। মানসিকভাবে সুস্থ ও চাপমুক্ত থাকতে আয়ত্ত করতে পারবেন ধ্যানের বিভিন্ন কলা-কৌশল। নিরাময় ও ইনস্টিটিউট অব যোগ এডুকেশন রিসার্চ এর স্লোগান হচ্ছে “ধ্যান সে জ্ঞান, আনন্দ ময় জীবনকা অনুসন্ধান”।

প্রসঙ্গত, ২০২৪ সাল থেকেই ২১ ডিসেম্বর “বিশ্ব ধ্যান” দিবস হিসেবে পালিত হচ্ছে। এ বার দ্বিতীয় বছর এই দিন উদযাপন করবে সারা বিশ্ব। আর এতে পিছিয়ে নেই শিলচর নিরাময় স্কুল অব যোগ এডুকেশনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *