ভাষা সেনানী পরিতোষ পাল চৌধুরীর প্রয়াণ দিবস পালন

ভাষা সেনানী পরিতোষ পাল চৌধুরীর প্রয়াণ দিবস পালন

বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটি পালনের সঙ্গে সঙ্গে শিলচরে ভাষা সেনানী পরিতোষ পাল চৌধুরীর প্রয়াণ দিবসও পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শিলচরের সুভাষ নগরে পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদের উদ্যোগে একটি স্মৃতি চারণসভা অনুষ্ঠিত হয়। এতে পৌরোহিত্য করেন জনসংযোগ বিভাগের প্রাক্তন যুগ্ম সঞ্চালক হারাণ দে।

অনুষ্ঠানে বিভিন্ন বক্তা বরাক উপত্যকায় মাতৃভাষা রক্ষার ক্ষেত্রে এবং একজন লেখক সাংবাদিক হিসেবে পরিতোষবাবুর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তাদের মধ্যে ছিলেন বিপ্লব পাল চৌধুরী, কস্তুরী হোম চৌধুরী, শরদিন্দুনারায়ণ ঘোষ, প্রনবকান্তি দাস ও সুবীর ভট্টাচার্য।

শ্রাবনী সরকার উদ্বোধনী সঙ্গীত ও সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত প্রবীণ সাংবাদিক স্বদেশ বিশ্বাসের আত্মার সদগতি কামনা করে দুই মিনিট নীরবতা পালন করা হয়।
প্রতিবেদন : পিএনসি, শিলচর।

Author

Spread the News