পহেলগাঁও জঙ্গি হামলা : ৮ মাস পর চার্জশিট জমা দিল এনআইএ

১৫ ডিসেম্বর : জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে প্রাণঘাতী জঙ্গি হামলার প্রায় ৮ মাস পর জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) এই মামলায় ৫ অভিযুক্ত এবং দু’টি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে। চার্জশিটে স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে, এই হামলার মূল চক্রী ছিল পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা (LeT)-র শীর্ষ কমান্ডার সাজিদ জাট (Sajid Jatt)। গত ২২ এপ্রিলের ওই নারকীয় হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। ১,৫৯৭ পাতার এই বিশাল চার্জশিটে হামলার মূল ষড়যন্ত্র, অভিযুক্তদের ভূমিকা এবং সহায়ক প্রমাণ বিশদভাবে তুলে ধরা হয়েছে।

চার্জশিটে সাজিদ ছাড়াও আরও চার অভিযুক্তের নাম রয়েছে। এদের মধ্যে তিন পাকিস্তানি জঙ্গি— সুলেমান শাহ, হাবিব তাহির ওরফে জিবরান এবং হামজা আফগানি— যারা শ্রীনগরের কাছে জুলাই মাসে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিহত হয়েছিল, তাদের নামও রয়েছে।

এছাড়া, পারভেজ আহমেদ এবং বশির আহমেদ নামে আরও দু’জন স্থানীয় বাসিন্দাকে অভিযুক্ত করা হয়েছে, যাদের এনআইএ ২২ জুন গ্রেপ্তার করেছিল। তাদের বিরুদ্ধে ওই ৩ জঙ্গিকে আশ্রয় দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *