এনআইএ-র উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র, আটক মাস্টারমাইন্ড মিজোরাম

বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : মায়ানমার থেকে মিজোরাম হয়ে দেশের বিভিন্ন জায়গায় বোমা এবং আগ্নেয়াস্ত্র অবৈধ পাচারের একটি চক্র চালাচ্ছিল আইজলের এক দুষ্কৃতী। তার বিরুদ্ধে বহুদিন তদন্তের পর শেষমেষ হাতেনাতে ধরেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আইজল থেকে বোমা-আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার (এনআইএ)। আইজল থেকে বিরাট পরিমাণের বোমা এবং আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়েছে।

এনআইএ-র উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র, আটক মাস্টারমাইন্ড মিজোরাম

এক প্রেসবার্তায় শনিবার এনআইএ জানিয়েছে, বহুদিন ধরে আন্তর্জাতিক অবৈধ অস্ত্রপাচার চক্র চালাচ্ছিল লালঙিহাওমা নামের দুষ্কৃতী। তার বিরুদ্ধে বহুদিন ধরে তদন্ত চলে এবং খুব সাবধানে বৃহস্পতিবার তাকে আটক করা হয়। গত বছর নভেম্বর মাসে তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা গ্রহণ করেছিল এনআইএ। বিষয়টি গোপন রাখা হয় এবং এর উপর ভিত্তি করে তদন্ত চালানো হয়। তার বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ যোগাড় করে তাকে আটক করা হয় এবং সঙ্গে সঙ্গে গ্রেফতার হয় লোকটিকে। এবারে এনআইয়ের বিশেষ আদালতে তাকে পেশ করা হয়।

Author

Spread the News