নিউ অক্সফোর্ড স্কুলের দু’দিনব্যাপী অনুষ্ঠান শুরু

নিউ অক্সফোর্ড স্কুলের দু'দিনব্যাপী অনুষ্ঠান শুরু

বরাক তরঙ্গ, ১৩ জুলাই : নিউ অক্সফোর্ড হায়ার সেকেন্ডারি স্কুলের দু’দিনব্যাপী ২৪তম বার্ষিক ও অভিভাবক দিবসের অনুষ্ঠানের সূচনা হল। শনিবার শিলচর রাজীব ভবনে নিউ অক্সফোর্ড স্কুলের প্রতি বছরের মতো এবছরও অভিভাবক দিবস হিসেবে সাড়ম্ভড়ে পালন করা হয়। এদিন বেলা এগারোটায় শিলচর রাজীব ভবনের মঞ্চে নিউ অক্সফোর্ড স্কুলের ২৪ তম বার্ষিক অনুষ্ঠানের সূচনা করেন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অধ্যক্ষ তথা পরিচালন অধিকর্তা সুনীল আগারওয়াল ও সীমা জাসওয়াল সহ শিক্ষক-শিক্ষিকারা। এরপর স্কুলের ছাত্রছাত্রীদের বিদ্যার দেবী সরস্বতী বন্দনা ও গণেশ বন্দনা এবং সঙ্গীত-নৃত্য সহ কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।

নিউ অক্সফোর্ড স্কুলের দু'দিনব্যাপী অনুষ্ঠান শুরু

আলোচনায় অধ্যক্ষ সুনীল আগরওয়াল বলেন,নিউ অক্সফোর্ড স্কুলের সঙ্গে জড়িত শিক্ষক-শিক্ষিকা সহ সকল স্তরের কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও ছাত্রছাত্রীদের অভিভাবকদের আন্তরিক ও সহযোগিতার কারণে স্কুলটির যেমন পড়াশোনায়, তেমনি খেলা ও সঙ্গীত-নৃত্যে জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এই স্কুলের পরিবারের প্রত্যেক সদস্যদের যৌথ প্রচেষ্টায় আজ এই অঞ্চলে পাঁচটি স্কুল সুন্দর ও সুনামের সঙ্গে পাঠদান করে যাচ্ছে। সবশেষে নৃত্য-সঙ্গীত ও কবিতা পরিবেশন করা ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Author

Spread the News