বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রথশাহন যোজনা ২০২৪-২০২৫ (পিএমসিএসপিওয়াই) প্রকল্পের অধীনে সোমবার ধলাই বিধানসভা কেন্দ্রের সোনাছড়া গ্রাম পঞ্চায়েতের অধীন ৩২ নম্বর বাগবাহার চা-বাগান নিম্ন প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে উন্নীতকরণের লক্ষ্যে স্কুল বিল্ডিং নির্মাণের জন্য মঞ্জুরীকৃত অর্থে শ্রেণিকক্ষ নির্মাণ কাজের শিলান্যাস করা হল। বিধায়ক নীহাররঞ্জন দাস নিজের প্রস্তাবিত মোট ৩৫.২৮ লক্ষ টাকার বরাদ্দ অর্থে মঞ্জুরীকৃত প্রকল্পের শিলান্যাস করেন।
শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইরংমারা সোনাছড়া জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তেওয়ারি, বিজেপি বড়জালেঙ্গা মণ্ডল সভাপতি অজয় দেব ও দুই সাধারণ সম্পাদক সুপায়ন চৌধুরী ও সুদীপ কুমার, কাছাড় জিলা পরিষদের অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ নাথ, সোনাছড়া গ্রাম পঞ্চায়েত সভাপতি দিবাকর গোয়ালা, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হেমন্ত দাস, কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান মানিক রিকিয়াসন প্রমুখ।
এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নীহাররঞ্জন দাস বলেন, চা শ্রমিকদের উন্নয়নে আসাম সরকার সচেষ্ট রয়েছে এবং ইতিমধ্যেই সরকার তাদের জন্য বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করেছে। চা শ্রমিকদের জমির মালিকানা প্রদানের জন্য বিধানসভায় বিল পাস করেছে বর্তমান সরকার। চা বাগানের শ্রমিকদের জন্য জগন্নাথ মন্দির নির্মাণে উদ্যোগ নিয়েছে সরকার। তাছাড়াও যেসব চা-বাগান এলাকায় ভাল নাচঘর নেই সেই সব অঞ্চলে অত্যাধুনিক নাচঘর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে ড. হিমন্ত বিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার, মন্তব্য করেন ধলাই বিধায়ক নীহাররঞ্জন দাস। অনুষ্ঠানে বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধি সহ উপস্থিত বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন এবং সবাই বিধায়কের এধরণের উদ্যোগকে সাধুবাদ জানান।


