কংগ্রেসের ষাট বছরের তুলনায় বিজেপির নয় বছরে বেশি উন্নয়ন : সাংসদ রাজদীপ

বরাক তরঙ্গ, ২ জুন : কাছাড় জেলার নরসিংহপুর মণ্ডল বিজেপির উদ্যোগে মহা জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ করেন শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের নয় বছর পূর্তি উপলক্ষ্যে প্রতিটি লোকসভা কেন্দ্রে আরম্ভ হয়েছে মহা জন সম্পর্ক অভিযান। শুক্রবার ধলাইয়ের নরসিংহপুর মণ্ডলের দক্ষিণ ধলাই এলাকার পাঁচটি জিপি এলাকার পৃথক পৃথক জন সভায় অংশগ্রহণ করে মূল্যবান বক্তব্য রাখেন সাংসদ ডাঃ রাজদীপ রায়। এ দিন, শেওরারতল, চান্নিঘাট, জামালপুর, রাজনগর ও ভাগাবাজার গাঁও পঞ্চায়েত এলাকায় পৃথক পৃথক জন সভায় অংশগ্রহণ করেন তিনি। সাংসদ বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতবর্ষের অনেক বিকাশ হয়েছে। কংগ্রেস সরকারের ষাট বৎসরের তুলনায় বিজেপি সরকারের নয় বৎসরে দেশের অনেক উন্নয়ন হয়েছে বলে জানান সাংসদ ডাঃ রাজদীপ রায়।

নরসিংহপুর মণ্ডলে বিজেপির উদ্যোগে পাঁচটি জিপিতে মহা জন সম্পর্ক অভিযান_____

এদিন প্রথমে শেওরারতল জিপি এলাকায় জন সভায় অংশগ্রহণ করার প্রাকমুহুর্তে হাওয়াইথাং সরস্বতী বিদ্যানিকেতনে পৌছান সাংসদ। সেখানে কর্তৃপক্ষের দাবির ভিত্তিতে ১০ টি ফ্যান প্রদান করার আশ্বাস দেন তিনি। তাছাড়া জমির এনওসি সংক্রান্ত বিষয় পরিস্কার হলে বিদ্যালয়ে একটি ভবন নির্মাণ করার আশ্বাস দেন সাংসদ।
তারপর শেওরারতল গ্রাম পঞ্চায়েতের সভায় উপস্থিত হন সাংসদ। সেখানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথ তুলে ধরেন তিনি।

কংগ্রেসের ষাট বছরের তুলনায় বিজেপির নয় বছরে বেশি উন্নয়ন : সাংসদ রাজদীপ

তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতবর্ষ বিশ্বের কাছে শক্তিশালী রাস্ট্র হিসাবে পরিচিতি লাভ করেছে। সভায় হাওয়াইথাং ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা ও পরিস্থিতি নিয়ে সাংসদ ডাঃ রাজদীপ রায়ের আলোকপাত করেন শেওরারতল গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য অজয় কুমার দাশ। পরে সাংসদ তাঁর বক্তব্যে হাসপাতালে চিকিৎসা ও ডাক্তার পরিষেবা উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ের উপর খতিয়ে দেখে বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।
মহা জন সম্পর্ক অভিযানের দ্বিতীয় সভা চান্নিঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ চান্নিঘাট শিববাড়ী প্রাঙ্গনে অংশগ্রহণ করেন সাংসদ ডাঃ রাজদীপ রায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেন, সরকার জনগণের পাশে আছে, তাই জনগণকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদিকে পুনরায় সংখ্যা গরিষ্ঠতার মাধ্যমে নির্বাচন করার আহবান জানান তিনি। তাছাড়া দক্ষিণ চান্নিঘাট দুর্গা মণ্ডপের জন্য সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে ৫ লক্ষ টাকা প্রদানের ঘোষণা করেন সাংসদ।
পরবর্তীতে জামালপুর, রাজনগর ও ভাগা বাজার জিপি জন সভায় অংশগ্রহণ করেন সাংসদ ডাঃ রাজদীপ রায়।

মহা জনসম্পর্ক অভিযানে সাংসদ ডাঃ রাজদীপ রায়ের সঙ্গে ছিলেন বিজেপি কাছাড় জেলার সাধারণ সম্পাদক শশাঙ্কচন্দ্র পাল, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মনজুল দেব, জেলা কার্যকরী সদস্য ভূষণ পাল, নরসিংহপুর মণ্ডল সভাপতি লালবাহাদুর কুর্মী, মহা জনসম্পর্ক অভিযানের নরসিংপুর মণ্ডল কনভেনার রুক্মিণী কুমার সিনহা, বিজেপি কাছাড় জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণ জীবন দেবনাথ প্রমুখ।
প্রতিবেদক : বিবেক দাস, ভাগা।

Author

Spread the News