ইরানে বিক্ষোভে তিন হাজারের বেশি লোকের মৃত্যু, জানাল সরকার

২২ জানুয়ারি : ইরানের সাম্প্রতিক ব্যাপক বিক্ষোভে মোট ৩,১১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকার। রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, এদের মধ্যে ২,৪২৭ জনকে ‘শহিদ’ এবং ৬৯০ জনকে ‘সন্ত্রাসী-দাঙ্গাকারী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শহিদদের মধ্যে সাধারণ বেসামরিক আন্দোলনকারী এবং নিরাপত্তা কর্মীরাও রয়েছেন।

ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি আকবর পৌরজামশিদিয়ান বলেছেন, “নিহতদের মধ্যে যারা সরকারি ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, তাদেরকে ‘সন্ত্রাসী-দাঙ্গাবাজ’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। শহিদদের তালিকা অনেক বড়, এতে সাধারণ বেসামরিক বিক্ষোভকারীর পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আছেন।”

অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, বিক্ষোভ শুরু থেকে এ পর্যন্ত ইরানে ৪,৫৬০ জন নিহত হয়েছেন। কিছু সূত্রের বরাতে জানা গেছে, নিহতের সংখ্যা ১৫ হাজারের বেশি হতে পারে।

ইরানে বিক্ষোভ শুরু হয় ২৮ ডিসেম্বর থেকে, যা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির প্রতিবাদে ছড়িয়ে পড়ে দেশব্যাপী। মাত্র কয়েক দিনের মধ্যে দেশটির ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে বিক্ষোভ দেখা দেয়।

সরকার ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে, দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করে বিক্ষোভ দমন করেছে। বর্তমানে বিক্ষোভ-উত্তেজনা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *