তৃতীয় শ্রেণির তিন হাজারেরও বেশি পদে ১১ লক্ষাধিক প্রার্থী
বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : তৃতীয় শ্রেণির তিন হাজারেরও বেশি পদের নিয়োগ পরীক্ষায় বসবেন ১১ লক্ষাধিক প্রার্থী। অর্থাৎ একটি পদের জন্য গড়ে ৩৬৭ জন প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এরমানে বোঝা যাচ্ছে অসমের বেকারত্ব সমস্যার জটিলতা। পরীক্ষাটি ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং এটি হবে অসমের ইতিহাসে সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষা। জানা যায়। মোট ১১,২৩,২০৪ জন পরীক্ষার্থী রাজ্যের ২৮টি জেলার ২৩০৫টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক স্তরের তৃতীয় শ্রেণির পরীক্ষায় বসবে।
এ দিকে, ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য স্নাতক শ্রেণির তৃতীয় শ্রেণির পরীক্ষায় ৫,২৯,৯৮৯ পরীক্ষার্থী, তৃতীয় শ্রেণির ড্রাইভার পদের জন্য ২,০৪,০৯১ জন এবং ২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ম্যাট্রিকুলেশন চতুর্থ শ্রেণির পরীক্ষায় ৮,২৭,১৩০প্রার্থী বসবেন। অষ্টম শ্রেণির পরীক্ষায় বসবে ৫,৫২,০০২ জন পরীক্ষার্থী। এর মানে তৃতীয় ও চতুর্থ শ্রেণি পদে ১২,৬০০ পদে ৩২ লক্ষেরও বেশী পরীক্ষার্থী।