কাছাড়ে মাসব্যাপী আয়ুষ্মান কার্ড বণ্টন ও তৈরির অভিযান

বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর :  আগামী ১৪ ডিসেম্বর থেকে মাসব্যাপী জেলায় শুরু হচ্ছে আয়ুষ্মান কার্ড বিতরণ এবং কার্ড তৈরির অভিযান। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ১৬২ গ্রাম পঞ্চায়েত সহ পুর এলাকায় এই কার্ড বিতরণ ও তৈরির কাজ পুরোদমে চলবে। এজন্য জেলার যেসব নাগরিকদের খাদ্য সুরক্ষার কার্ড রয়েছে বা ২০১১ সালের অর্থনৈতিক সুমারিতে (এনএফএইচএস) নাম রয়েছে তারা যেন নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে সংশ্লিষ্ট কর্মী, তৃণমূল স্তরের স্বাস্থ্যসেবায় নিয়োজিত আশাকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অথবা, অসম রাজ্য গ্রামীণ জীবিকা মিশন (এএসআরএলএম )-এর কম্যুনিটি ক্যাডারদের সাথে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, বিনামূল্যে বিভিন্ন দুরারোগ্যর চিকিৎসার পরিসেবার সুযোগ নিতে আয়ুষ্মান কার্ড এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আয়ুষ্মান কার্ডের মাধ্যমে দেশের সব সরকারি চিকিৎসা কেন্দ্র ছাড়াও বেসরকারি অনেক নামি চিকিৎসালয়ে বছরে ৫লক্ষ টাকার চিকিৎসা পরিসেবা সহজেই নিতে পারেন সংশ্লিষ্ট জনতা। কাজেই ভারত সরকারের জনহিতৈষী এই কর্মসূচির সুবিধা নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News