বরাক তরঙ্গ, ৫ ডিসেম্বর : ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মেহেরপুর (নরসিংপুর এজেন্সি) থেকে কাটাখাল সংযোগী প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তার চলমান সংস্কার কাজ সরজমিনে পরিদর্শন করেন বিধায়ক নীহাররঞ্জন দাস। কাজের বরাত প্রাপ্ত ঠিকাদার রাস্তার গুণগত মান বজায় না রেখে অত্যন্ত নিম্নমানের কাজ করছেন বলে স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ করা হয়। অভিযোগ শোনা মাত্রই শুক্রবার সঙ্গে সঙ্গে রাস্তার নির্মাণ স্থলে ছুটে আসেন বিধায়ক। এতে এলাকাবাসীর মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে ।
এদিন বিধায়ক নীহাররঞ্জন দাস সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দীর্ঘদিনের ভোগান্তি, যাতায়াতের সমস্যাসহ নানান অভিযোগ মনোযোগ সহকারে শোনেন। পরিদর্শনকালে দেখা যায় কিছু স্থানে চলমান কাজ মানসম্পন্ন হয়নি। এলাকাবাসী অভিযোগ করেন কাজের মান নিম্নমানের হওয়ায় সামান্য বৃষ্টিতেই পুনরায় ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা দিতে পারে এবং এব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে বিধায়ককে অনুরোধ করেন। বিধায়ক নীহার জনগণের অভিযোগকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেন এবং সঙ্গে সঙ্গে পূর্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকে ফোন করে অনতিবিলম্বে গুণগত মান বজায় রেখে সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন সরকারি অর্থে পরিচালিত যে কোনো কাজ অবশ্যই মানসম্পন্ন হতে হবে এবং ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিধায়ক স্থানীয়দের আশ্বাস দিয়ে বলেন পুরো কাজের অগ্রগতি তিনি নিজে তদারকি করবেন।
এদিকে, স্থানীয় বাসিন্দারা বিধায়কের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানান এবং তারা আশা প্রকাশ করে বলেন এবার সড়কের কাজ গুণগত মান সম্পন্ন হবে এবং তাঁদের দীর্ঘদিনের সমস্যা দূর হবে।


