ক্ষেতের মাঠে থাকা পাওয়ার টিলার জালিয়ে দিল দুষ্কৃতীরা

বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : ধান ক্ষেতে থাকা পাওয়ার টিলার জালিয়ে দিল দুষ্কৃতীরা। এমন কাণ্ডটি ঘটেছে বাজারিছড়া থানা অধীন অসম-ত্রিপুরা সীমান্তের ঝেরঝেরী জিপির দক্ষিণ মাগুরা গ্রামে। জানা যায়, গ্রামের দরিদ্র কৃষক দীপেশ মালাকার প্রতিদিনের ন্যায় রবিবার রাতে ক্ষেতের কাজ শেষে পাওয়ার টিলারটি রেখে যান মাঠে। রাতে কে বা কারা তার এই পাওয়ার টিলারটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। পরদিন সকালে ঘুম থেকে উঠে এমন ঘটনাটি তার নজরে পড়লে তিনি হতবাক হয়ে যান। উল্লেখ্য, গত চার মাস আগে তার একটি মাছ চাষের ফিশা‌রিতে বিষ ঢেলে দেয় দুষ্কৃতীরা।

এ ব‌্যাপা‌রে দীপেশ জানান, তার একটি ফিশা‌রির মাছ বিক্ৰি করেন বিশু মালাকার ও আশু মালাকারের কাছে। পরবর্তীতে খরিদ্দার লোকসানের সম্মুখীন হলে এ নি‌য়ে দিপেশ বাবুর সঙ্গে ঝগড়া করেন।পরে গ্রামীণ সালিশি সভায় সমাধান হয় এবং উভয় খরিদ্দারকে লোকসান বাবদ সাত হাজার টাকা দেন দীপেশ। পরে তারা সন্তুষ্ট না হয়ে হুমকি দেন দীপেশকে। ঘটনার কিছু দিন পর দীপেশের অপর একটি ফিশা‌রিতে বিষ ঢেলে দেওয়া হয়। এ ঘটনার পর বাজারিছড়া থানার নাগ্রা পেট্রোল পোস্টে এজাহার দায়ের করলেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন দীপেশ মালাকার। বর্তমানে পাওয়ার টিলার জ্বালানোর ব্যাপারে নাগ্রা পুলিশে ফের একটি এজাহার দাখিল করে সুবিচারের কামনা করেন তিনি।পাশাপা‌শি তি‌নি কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু পালের কাছে দাবি জানান ঘটনাগুলোর ন্যায় বিচারের। তি‌নি আরও বলেন, পুলিশের সঠিক তদ‌ন্তে এহেন কাণ্ডের প্রকৃত সত্য বেরিয়ে আসবে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News