শরৎপল্লীতে বোরিং মেশিন পুড়ালো দুষ্কৃতীরা, ক্ষতিগ্রস্ত মালিকের মামলা

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : শরৎপল্লী উত্তরাঞ্চলের নেতাজি লেনে শুক্রবার গভীর রাতে দুষ্কৃতীদের অগ্নিসংযোগে একটি জলের পাইপ বসানোর বোরিং মেশিন সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। শনিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, গভীর রাতে কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী জলের পাইপ বসানোর কাজে ব্যবহৃত মেশিনটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে এবং কিছুক্ষণের মধ্যেই পুরো মেশিনটি ভস্মীভূত হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত মেশিনটির মালিক নির্মল দাস জানিয়েছেন, প্রায় দুই বছর আগে তিনি ৯ লক্ষ ৭০ হাজার টাকায় মেশিনটি ক্রয় করেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন স্থানে সফলভাবে বোরিংয়ের কাজ চালিয়ে আসছিলেন। কিন্তু এই অগ্নিকাণ্ডে তাঁর মেশিন সম্পূর্ণ নষ্ট হয়ে আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। নির্মল দাসের অভিযোগ, ব্যক্তিগত আক্রোশ থেকেই কেউ এই ঘটনার পেছনে জড়িত থাকতে পারে। তিনি বলেন, “আমার মেশিনের কোনও ইনস্যুরেন্স ছিল না। তাই ক্ষতির ভার পুরোপুরি আমাকেই বহন করতে হবে। বিষয়টি পুলিশের তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করা প্রয়োজন।” মেশিনের চালক সমীরন দাসও ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “এটি পরিকল্পিত নাশকতার ঘটনা হতে পারে। প্রশাসন যেন দোষীদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করে।”এ ঘটনায় স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *