লোয়াইরপোয়া ব্লকে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : ২০২৬ এর  বিধানসভার ভোটের আগে নিজ নির্বাচন কেন্দ্র পাথারকান্দির উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে রাজ্যের মৎস্য, পশুপালন, ভেটেরিনারি ও পূর্ত বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল রবিবার লোয়াইরপোয়া ব্লকের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস করলেন। এদিনের কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনার আবহ তৈরি হয়।এদিন সকালে মন্ত্রী প্রথমে পৌঁছান লোয়াইরপোয়া ব্লকের আওতাধীন হাতিখিরা জিপির পিএমজিএসওয়াই প্রকল্পের অন্তর্গত পেঁচারঘাট আসাইঘাট রুটে লঙ্গাই নদীর উপর নির্মীয়মাণ পাঁকা সেতুর শিলান্যাস অনুষ্ঠানে। এই গুরুত্বপূর্ণ সেতুটি নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে ১২২৯.৩৭ লক্ষ টাকা। এক্সিকিউটিভ এজেন্সি হিসেবে কাজটি পরিচালনা করবে পিডব্লিউআরডি পাথারকান্দি ও আরকে নগর টেরিটোরিয়াল রোড ডিভিশন, রামকৃষ্ণনগর। স্থানীয় বাসিন্দাদের মতে, এই সেতু নির্মিত হলে বহুদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে এবং কৃষি, ব্যবসা ও জরুরি পরিষেবা গ্রহন আরও সহজ হবে।

এছাড়াও এদিন মন্ত্রী কেন্দ্রের শিক্ষাক্ষেত্রে আরও এক ধাপ অগ্রগতি উদ্দেশ্য মহাবীর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে নতুন ভবন নির্মাণ কাজের সুচনা করতে এদিন বিকেলে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শিবেরগুলের মহাবীর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে উপস্থিতিত হয়ে নতুন ভবন নির্মাণ কাজের শিলান্যাস করেন। এই প্রকল্পের জন্য সরকারি ভাবে বরাদ্দ হয়েছে ৬১৮.০৮ লক্ষ টাকা। কাজটি তদারকি করবে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট টেরিটোরিয়াল বিল্ডিং ডিভিশন। নতুন ভবন নির্মাণের ফলে স্কুলের সামগ্রিক শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা। দু’টি শিলান্যাস অনুষ্ঠানের পর বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, বর্তমান সরকার প্রত্যন্ত এলাকার যোগাযোগ ও শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে উন্নয়ন কর্মসূচি দ্রুত গতিতে এগিয়ে চলেছে উল্লেখ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন বৃহত্তর পাথারকান্দির সব সড়ক নির্মাণ ও সেতু প্রকল্পের কাজ যাতে দ্রুত সম্পন্ন হয়, তার জন্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এর ফলে এলাকায় উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। মন্ত্রী আরও জানান পাথারকান্দি বিধানসভার অন্তর্গত বিভিন্ন বাগানে ইতোমধ্যেই আদর্শ বিদ্যালয় স্থাপন করা হয়েছে। গুণগত শিক্ষার লক্ষ্যে দক্ষ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। যে সব স্কুলে শিক্ষকঘাটতি রয়েছে, তা খুব শিগগিরই পূরণ করা হবে। স্কুল পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে নতুন ভবন, ল্যাবরেটরি, লাইব্রেরি ও স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন তিনি। তিনি এও  বলেন শিক্ষার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে ও মানসম্মত পরিবেশে পড়াশোনা করতে পারে, সেদিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

মহাবীর পাবলিক স্কুলের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থারকান্দির প্রাক্তন বিধায়ক তথা সংসদীয় সচিব মণিলাল গোয়ালা, স্কুল পরিচালন সমিতির সভানেত্রী অপর্ণা সূত্রধর, অধ্যক্ষ রাজীব পাল, সহকারী শিক্ষকমণ্ডলীসহ বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধি ও দলীয় নেতাকর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা মন্ত্রী কৃষ্ণেন্দু পলের নেতৃত্বে বিধানসভার উন্নয়নমূলক ধারাবাহিকতার প্রশংসা করেন এবং এলাকার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *