বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে ‘সম্মিলিত লোকমঞ্চের ‘ কর্মকর্তারা শুভেচ্ছামূলক বৈঠকে মিলিত হন। মঙ্গলবার বৈঠকে আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ‘ধামাইল নাচ’ ও ‘ধামাইল কন্যা’ প্রতিযোগিতার বিষয়ে মন্ত্রীর সঙ্গে বিস্তৃত আলোচনা হয়। এতে মন্ত্রী সার্বিক সাহায্যের আশ্বাস দেন। সম্মিলিত লোকমঞ্চের ধামাইল নিয়ে এরূপ ধারাবাহিক প্রচারের জন্যে মন্ত্রী সংস্থার সদস্যদের ভূয়সী প্রশংসা করেন এবং ধামাইল নিয়ে আসাম সরকারের পরিকল্পনার কথাও সম্মিলিত লোক মঞ্চের সদস্যদের জানান দেন।
সংস্থার দ্বারা অনুষ্ঠিতব্য এবছরের ২৭ ও ২৮ ডিসেম্বর ধামাইল প্রতিযোগিতায় মন্ত্রী মহোদয় সশরীরে উপস্থিত থেকে সংস্থাকে উৎসাহ প্রদান করার অঙ্গীকার করেন। সম্মিলিত লোকমঞ্চের উক্ত প্রতিনিধি দলে ছিলেন সংস্থার সভাপতি অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ, সাধারণ সম্পাদক ভাস্কর দাস, কার্যকরী সভাপতি গৌতম সিংহ, কার্যকরী সদস্য শান্তনু রায়, সহসভানেত্রী মঙ্গলা নাথ, সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস, সহসম্পাদক দীপক নাথ, কোষাধ্যক্ষ ঝিমলী নাথ ও অন্যান্যরা।
উল্লেখ্য, সম্মিলিত লোক মঞ্চ বিগত এগারো বছর থেকে লোক সংস্কৃতির প্রচার ও প্রসার নিয়ে কাজ করে আসছে। বৃহত্তর সিলেট অঞ্চল তথা বরাকের ঐতিহ্য ধামাইল নাচকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতি বছর দুই দিনের ‘ধামাইল নাচ’ ও ‘ধামাইল কন্যা’ প্রতিযোগিতার আয়োজন করে আসছে।


