মহাকুম্ভে নিখোঁজ তিনসুকিয়ার মহিলা

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : মহাকুম্ভে  এই বিপর্যয়ের রাজ্যে আরও একটি দুঃখ খবর এল। বুধবার হাইলাকান্দি জেলার বিশিষ্ট ব্যবসায়ী নীতিরঞ্জন পালের পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটে। এর মধ্যে রাজ্যের আরও এক মহিলার নিখোঁজে খবর পাওয়া যায়।

তিনসুকিয়ার বরহাপজানের এক মহিলা মহাকুম্ভ মেলায় নিখোঁজ হয়েছেন৷ প্রয়াগরাজের মহাকুম্ভে অমৃত স্নান করতে গিয়ে নিখোঁজ হন ওই মহিলা৷ মহিলার নাম লীলা দেবী। তিনি তাঁর পরিবারের সঙ্গে অমৃত স্নান করতে মহাকুম্ভে গিয়েছিলেন। কেউ তাকে খুঁজে পেলে 84729 00833 বা 94355 62222 নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের আবেদন।

মহাকুম্ভে নিখোঁজ তিনসুকিয়ার মহিলা
মহাকুম্ভে নিখোঁজ তিনসুকিয়ার মহিলা

Author

Spread the News