মাটি খননে মিলল প্রাচীন হনুমান মন্দির পাথারকান্দির বিলবাড়িতে পুনর্নির্মাণ শুরু
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : পাথারকান্দির কলকলিঘাট এলাকার বিলবাড়ি গ্রামের পশ্চিমে লঙ্গাই নদীর তীরে এক প্রাচীন হনুমান মূর্তি ও মন্দিরের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। জানা গেছে, পক্ষকাল আগে স্থানীয়রা মাটি খননের সময় মন্দিরটির অস্তিত্ব আবিষ্কার করেন।পরে গ্রামের স্থানীয় জনগণের প্রচেষ্টায় মন্দিরটি মাটি থেকে উদ্ধার করা হয়। মন্দিরের পেছনে একটি শিলালিপিতে “হনুমান চবুতরা” নাম খোদাই করা অবস্থায় পাওয়া যায়। প্রাচীন এই মন্দিরের পুনর্নির্মাণে এগিয়ে এসেছেন ভক্ত সমাজ। এলাকার যুবকদের সক্রিয় উদ্যোগে মন্দির পুনর্নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ইতিমধ্যে গ্রামবাসীর প্রচেষ্টায় মন্দির পুনর্নির্মাণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি তথা প্রাক্তন সৈনিক অনিল সিংহকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। নির্মাণ কমিটির পক্ষ থেকে ভক্তদের সহযোগিতা কামনা করা হয়েছে।
এর মধ্যে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত সৈনিক সাগর সিনহা এককালীন নগদ দেড় লক্ষ টাকা অনুদান দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।বর্তমানে হনুমান চবুতরায় নিয়মিত পূজার্চনা চালিয়ে যাচ্ছেন ধর্মপ্রাণ মহিলারা। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন যে, সম্মিলিত প্রচেষ্টায় শীঘ্রই মন্দিরটি পুনর্নির্মাণ সম্পন্ন হবে এবং এটি ভক্তদের জন্য একটি তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠিত হবে।

