মহবুবুল হকের মুক্তির দাবিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি আমসার

মোহাম্মদ জনি, শ্রীভূমি
বরাক তরঙ্গ, ১ মার্চ : USTM এর প্রতিষ্ঠাতা আচার্য ড. মহবুবুল হকের অবিলম্বে মুক্তির দাবিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের প্রধান বিচারপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেছে অল আসাম মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আমসা)।

আমসার নেতারা বলেন, একজন বিশিষ্ট শিক্ষাবিদের এইভাবে গ্রেফতার হওয়া শিক্ষাক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষাবিদদের হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই অবিলম্বে ড. মঃঘহবুবুল হকের নিঃশর্ত মুক্তি দাবি করেছে আমসা।

মহবুবুল হকের মুক্তির দাবিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি আমসার

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, USTM একটি UGC অনুমোদিত A-গ্রেড বিশ্ববিদ্যালয়, যা ভারতের সেরা ২০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে। উত্তর-পূর্ব ভারতে শিক্ষার প্রসারে USTM-এর ভূমিকা অনস্বীকার্য।

আমসার দাবি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিকবার প্রকাশ্যে USTM এবং ড. হককে ধ্বংস করার হুমকি দিয়েছেন। তারই ধারাবাহিকতায় প্রশাসনকে ব্যবহার করে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে ড. মেহবুবুল হককে গ্রেফতার করা হয়েছে।

মহবুবুল হকের মুক্তির দাবিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি আমসার

সংগঠনটি আরও জানায়, USTM-এর অধীনস্থ পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের শিক্ষকরা পরীক্ষার্থীদের নকল করতে না দেওয়ায় কয়েকজন ছাত্র উত্তেজনা সৃষ্টি করে। এই ঘটনার জেরেই ড. মহবুবুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা সাজানো হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সাধারণ সম্পাদক আবু তাহের, প্রাক্তন সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন, কাসিম উদ্দিন, বিলাল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Author

Spread the News