বাংলা সিরিয়ালে কাটলিছড়ার মেয়ে ওজস্বিনী
বরাক তরঙ্গ, ২ মার্চ : ছোট শহরে থেকেও যে বড় স্বপ্ন দেখা যায় এবং তা বাস্তবে রূপ দেওয়া সম্ভব, সেটাই প্রমাণ করে দেখালেন হাইলাকান্দি জেলার কাটলিছড়ার মেয়ে ওজস্বিনী দেব। ছয় বছর ধরে নিরলস পরিশ্রম, অসংখ্য অডিশন, আর বাধাবিপত্তি পেরিয়ে অবশেষে তিনি জায়গা করে নিয়েছেন বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। কাটলিছড়ার পরিচিত অলিগলি, বাজার আর স্কুল-কলেজের প্রাঙ্গণ যেখানে একদিন তার শৈশব কেটেছে, আজ সেখান থেকেই বাংলা বিনোদন জগতে নিজের পরিচয় গড়তে চলেছেন তিনি।

ওজস্বিনী দেবের অভিনয় যাত্রা শুরু হয়েছিল ২০১৯ সালে, থিয়েটারের মঞ্চে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ ছিল তার, আর সেই আগ্রহকে বাস্তবে রূপ দিতে থিয়েটারে অংশগ্রহণ করেন। শুধু তাই নয়, যোগ প্রশিক্ষক হিসেবেও তিনি ছিলেন জনপ্রিয় শো দাদাগিরির ক্যাপ্টেন স্কোয়াডের অংশ। কিন্তু শুধু থিয়েটার বা রিয়ালিটি শো নয়, অভিনয়ের প্রতি তার ভালোবাসা ছিল আরও গভীর। তাই নিজেকে আরও দক্ষ করে তুলতে লকডাউনের পর দিল্লির শ্রীরাম সেন্টার অফ পারফর্মিং আর্টসে থিয়েটার নিয়ে পড়াশোনা করেন। সেখান থেকেই যে সুযোগ পায় দিল্লির আকাশবাণীতে প্রধান চরিত্রে কণ্ঠ দেওয়ার জন্য। তবে ওজস্বিনীর স্বপ্ন ছিল বাংলা বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করা। সেই স্বপ্নপূরণের লক্ষ্যে তিনি বছরের পর বছর সংগ্রাম চালিয়ে গেছেন। অবশেষে তার পরিশ্রমের ফসল মিলল— বিখ্যাত বাংলা এন্টারটেইনমেন্ট চ্যানেল ‘জি বাংলা’য় “মিত্তির বাড়ি” নামের জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করার সুযোগ পেয়েছেন ওজস্বিনী। এই সিরিয়ালে তিনি একজন উকিলের চরিত্রে অভিনয় করছেন।

এদিকে, এবিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ওজস্বিনী জানান, “আমি এখনো সংগ্রামের পথে আছি, এখনো তেমন কিছু করতে পারিনি। তবে পরিচিত মহলের এত ভালোবাসা ও আশীর্বাদ পেয়ে আমি সত্যিই গর্বিত। চেষ্টা করবো আমার জন্মস্থানকে গর্বিত করতে।” উল্লেখ, ওজস্বিনীর বাবা নীলকমল দেব পেশায় একজন শিক্ষক এবং মা রীতা দেব কাটলিছড়ার এক ব্যক্তিগত শিক্ষাপ্রতিষ্ঠান এনকে দেব অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষিকা। তারা কাটলিছড়ার সেন্ট্রাল রোডের স্থায়ী বাসিন্দা।