বাল্যবিবাহ রোধে শ্রীভূমিতে সভা

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ ২১ ফেব্রুয়ারি : শ্রীভূমিতে বেটি বাঁচাও বেটি পড়াও কার্যসূচির অধীনে বিশ্ব সামাজিক ন্যায় দিবসের সঙ্গে সংগতি রেখে শুক্রবার বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়গুলি নিয়ে সমাজ কল্যাণ বিভাগ ও সহযোগী বিভাগ গুলির মধ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীভূমির সংকল্প, জেলা মহিলা সবলীকরন কেন্দ্রের উদ্যোগে এবং শ্রীভূমি জেলা প্রশাসন ও ইউনিসেফের সহযোগী সংস্থা ইনডিপেনডেন্ট থোটসের সহযোগিতায় শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে সমাজ কল্যাণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি দেবের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাল্যবিবাহ রোধে ইতিমধ্যে মিশন সংকল্প কার্যসূচির অধীনে চালানো বিভিন্ন সচেতনতা কার্যসূচী নিয়ে আলোচনা করা হয়। এতে “বেটি বাঁচাও বেটি পড়াও ব্যানারের অধীনে এবং মহিলা ও শিশু কল্যাণ বিভাগ থেকে বাল্যবিবাহ রোধে এবং শিশু শ্রম, শিশু পাচার ইত্যাদির মত সমস্যাগুলির সমাধান খুঁজে বের করতে সচেতনতা অভিযান, সুকন্যা সমৃদ্ধ যোজনা তথা এর জন্য থাকা কঠোর পকসো আইন নিয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি সভায় সম্প্রতিকালে বাল্যবিবাহ রোধে রাজ্য সরকার থেকে চালানো কঠোর অভিযানের ফলে অনেক সফলতা লাভ করা সম্ভব হয়েছে বলে জানানো হয়। এদিনের সভায় অতিরিক্ত জেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি দেব জেলায় বাল্যবিবাহ রোধে জেলার পিছপড়া ও দুর্গম এলাকায় সচেতনতা অভিযান, পথ নাটিকা ও অন্যান্য সচেতনতার পাশাপাশি ওই এলাকগুলি নিয়মিত ভ্রমণ করে পর্যবেক্ষক করতে জেলা সমাজ কল্যাণ আধিকারিক ও সহযোগী সবাইকে আহ্বান জানান। এছাড়া সভায় যেকোন বাল্যবিবাহ সম্পর্কে তথ্য জানাতে চাইল্ড লাইন হেল্প লাইন ১০৯৮ এ রিপোর্টে করতে আহ্বান জানানো হয়। ওই নম্বরে তথ্য প্রদানকারীর পরিচয় সম্পুর্ণ গোপন রাখা হয় বলে জানানো হয়। এছাড়া চাইল্ড লাইন ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক প্রচার অফিস, আদালত, স্কুল, কলেজ ও সার্বজনীন স্থানে লিখে রাখতে পরামর্শ প্রদান করা হয়। এদিনের সভায় ডেপুটি পুলিশ সুপার নারায়ণ বড়ো, সহকারি আয়ুক্ত পূজা ডাওলাগাপ্পু, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক সুমনা নাইডিং, জেলা সমাজ কল্যাণ আধিকারিক সৈয়দ অহিদুল ইসলাম, জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক ইফতিখার জামান, জেলা ক্রীড়া আধিকারিক ঝিমলি বরা, ডিএইচইডব্লুউ এর ডিস্ট্রিক্ট মিশন কোর্ডিনেটর রুপকথা চক্রবর্তী, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোর্ডিনেটর ঈশিতা দাস, ইনডিপেনডেন্ট থোটস এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. মোহতামিম ইয়াজদানি সহ সিডিপিও ও অন্যান্য কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

বাল্যবিবাহ রোধে শ্রীভূমিতে সভা

Author

Spread the News