জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায়ও শহিদ দিবস উদযাপন করা হয়েছে। বুধবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদীর উপস্থিতিতে আসাম আন্দোলনের ৮৬০ জন শহিদের স্মৃতিতে দুই মিনিট নিরবতা পালন করা হয়। এতে অতিরিক্ত জেলা আয়ুক্ত নিলোৎপল পাঠক, অতিরিক্ত জেলা আয়ুক্ত এল খিংতে, অতিরিক্ত জেলা আয়ুক্ত জয়ন্ত বরা, সহকারী আয়ুক্ত অন্বেষা খেরসা, সহকারী আয়ুক্ত পূজা ডাওলাগাপু, সহকারী আয়ুক্ত বিপ্লব সেংগুং, সহকারী আয়ুক্ত আলমগির লস্কর, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক মতীন্দ্র সুত্রধর, ডিআইপিআরও ইফতিখার জামান, ডিসি অফিসের প্রশাসনিক আধিকারিক হিরন্ময় রায় সহ অন্যান্য বিভাগীয় আধিকারিক এবং কর্মচারীদের উপস্থিত ছিলেন। পাশাপাশি, সুধাকণ্ঠ ড. ভূপেন হাজারিকার কালজয়ী গান “শহিদ প্রণামো তোমাক” পরিবেশন করে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।
এতে অসম আন্দোলনের ১৯৭৯ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ৮৬০ জন শহিদের সর্বোচ্চ আত্মত্যাগ এবং এই আন্দোলনে ১০ ডিসেম্বর, ১৯৭৯ সালে খড়গেশ্বর তালুকদার বরপেটা জেলার প্রথম শহিদ হওয়ার দিনটিকে স্মরণ করে শহিদ দিবস উদযাপন করা হয় বলে জেলা আয়ুক্ত আলোকপাত করেন।


