প্রজেক্টারের সাহায্যে চন্দ্রযান-৩ এর অবতরণ দেখাল মার্চ ফর সায়েন্স
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : শিলচরের কল্পতরু হোটেলের গ্রাউন্ড ফ্লোরে কুসংস্কারমুক্ত মন নিয়ে চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান-৩ এর অবতরণ প্রজেক্টারের সাহায্যে বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করে মার্চ ফর সায়েন্স, শিলচর চাপ্টার। শহরের শতাধিক বিজ্ঞান মনস্ক মানুষ মার্চ ফর সায়েন্স, শিলচর চাপ্টারের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বৈজ্ঞানিকদের এই প্রচেষ্টা সফল হওয়ার সাক্ষী থাকেন। সংগঠনের পক্ষ থেকে বলা হয় চন্দ্রযানের এই সফল অবতরণ বিজ্ঞানের মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে যে সব তথ্য আগামী ১৪ দিন পাঠাবে তা বিশ্লেষণ করে বহু অজানা তথ্য প্রকাশ পাবে। পাশাপাশি সমাজে প্রচলিত কুসংস্কার থেকে মানুষকে মুক্ত করতে এধরনের ঘটনা অনেক সাহায্য করবে।