জাতীয় ক্রীড়া দিবসে বাকস এর নানা কর্মসূচি

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : প্রতিবছর ন্যায় এবারও ২৯ আগস্ট জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার (বাকস) কাছাড় জেলা কমিটির উদ্যোগে একগুচ্ছ কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে। আয়োজক কমিটির জেলা সভাপতি দেবাশিস সোমের পৌরহিত্যে সোমবার শিলচর ডিএসএতে সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক  সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দিনটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮-৩০ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ে মেজর ধ্যানচাঁদ সিংয়ের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। এরপর সকাল ৯ টা ৩০ মিনিটে  কার্যালয়ে আয়োজিত হবে  ‘ধ্যানচাঁদ ও ভারতের হকি’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা। বিষয়টি নিয়ে আলোকপাত করবেন সংস্থার প্রাক্তন সভাপতি রিতেন ভট্টাচার্য এবং প্রাক্তন কেন্দ্রীয় সচিব দ্বিজেন্দ্রলাল দাস। আলোচনা অনুষ্ঠান শেষে থাকবে সংক্ষিপ্ত সংবর্ধনা সভা।

এছাড়াও এদিন বিকেল ৪টায় শিলচর টাউন ক্লাবের ময়দানে আয়োজিত হবে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ। খেলা শেষে থাকবে পুরস্কার বিতরণী সভা। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচিতে সংস্থার সকল সদস্যদের পাশাপাশি  ক্রীড়া সংগঠক বিভিন্ন ক্লাব ও ক্রীড়া প্রেমীদের উপস্থিতি কামনা করা হয়েছে। কর্মসূচি সফল করে তুলতে এদিনের সভায় গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন সংস্থার কেন্দ্রীয় সভাপতি রতন দেব রবি হাজাম জেলা সচিব অভিজিৎ ভট্টাচার্য ও প্রাক্তন কেন্দ্রীয় সচিব তাজ উদ্দিন। এছাড়াও  উপস্থিত ছিলেন শুভেন্দু দাস ইকবাল বাহার লস্কর অভিষেক ভট্টাচার্য প্রমুখ সদস্যরা। এক প্রেস বার্তায়  এখবর জানিয়েছেন বাকসের কাছাড় জেলা সচিব অভিজিৎ ভট্টাচার্য।

জাতীয় ক্রীড়া দিবসে বাকস এর নানা কর্মসূচি
জাতীয় ক্রীড়া দিবসে বাকস এর নানা কর্মসূচি

Author

Spread the News