গাছে ধাক্কা অধ্যাপক দম্পতির বাহনের, মৃত্যু একজনের

বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : নগাঁও দিক থেকে দ্রুত গতিতে আসা অধ্যাপক দম্পতির একটি বিলাসবহুল বাহন নিয়ন্ত্রণ হারিয়ে প্রকাণ্ড গাছে ধাক্কা দিলে মৃত্যু ঘটে একজনের। এএস ০১ ইকিউ ৬৭৯০ নম্বরের বাহনটি নগাঁও-ধিং সহযোগী পূর্ত সড়কের খলিহামারিতে ভয়ংকর দুর্ঘটনাটি কবলে পড়ে। বাহনে ছিলেন মৈরাবাড়ি কলেজের ইতিহাস বিভাগের দুই অধ্যাপক সামসুদ্দিন মজুমদার এবং রেহানা জেসমিন। তাঁরা স্বামী-স্ত্রী।

দুর্ঘটনার পর স্থানীয়রা পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। হাসপাতালে যাওয়ার পথে অধ্যাপিকা জেসমিনের মৃত্যু ঘটে। অধ্যাপক সামসুদ্দিন মজুমদারকে সংকটজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে। এ দিকে, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে দুর্ঘটনা গ্রস্থ বাহনটি উদ্ধার করে।

গাছে ধাক্কা অধ্যাপক দম্পতির বাহনের, মৃত্যু একজনের

Author

Spread the News