শিলচর মহর্ষি বিদ্যামন্দিরে মহেশযোগীজির জন্মদিবস পালন

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর কাঁঠাল রোডে ঐতিহ্যবাহী মহর্ষি বিদ্যামন্দিরে মহর্ষি মহেশযোগীজির জন্মদিন তথা জ্ঞানযোগ দিবস উপলক্ষে ১০ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি তিন দিনব্যাপী চারুকলা, হস্তশিল্প, বিজ্ঞান, চিত্রশিল্প,গণিত বিভাগের প্রর্দশনী চলছে। শিলচর মহর্ষি বিদ্যামন্দিরের অধ্যক্ষা সমিতা দত্ত বলেন, মহর্ষি  বিদ্যামন্দিরের প্রতিষ্টাতা মহেযোগীজীর জন্মদিন তথা জ্ঞানযোগ দিবস উপলক্ষে সমগ্ৰ দেশের মহর্ষি বিদ্যামন্দিরে এইভাবেই ছাত্রছাত্রী সহ শিক্ষক ও শিক্ষার্থীরা পালন করে থাকেন। তিনি আরও বলেন, মহর্ষি মহেশ যোগীর নিজের আধ্যাত্মিক পথ অনুসরণ করে অত্যন্ত সফল কর্মজীবন ছিল। তাঁর শিক্ষাগুলি বৈদিক বিজ্ঞান, হিন্দু ধর্ম এবং ধ্যানের প্রাচীন অনুশীলনের মিশ্রণের উপর ভিত্তি করে।

শিক্ষক বিশ্বরাজ চক্রবর্তী বলেন, এই তিন দিনব্যাপী শিলচর মহর্ষি বিদ্যামন্দিরের পরুয়া ছাত্রছাত্রীদের হাঁতে তৈরি করা প্রায় ৬০০ টি মডেল, বিজ্ঞান বিভাগের ৫৫ টি মডেল, গণিত বিভাগের ২৫ টি মডেল চিত্রশিল্প ৭৬৩ মডেল বানিয়ে এখানে প্রর্দশনীতে রাখা হয়েছে এবং ১২ জানুয়ারি তথা জ্ঞানযোগ দিবস উপলক্ষে স্কুল প্রাঙ্গনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই হাতে তৈরি করা মডেল গুলোকে তৈরী করতে শিক্ষক- শিক্ষিকা সহ অভিভাবকরা সাহায্য করেছে বলে জানান তিনি। শিক্ষক বীরেশ্বর ভট্টাচার্য বলেন, মহিষি বিদ্যামন্দিরে এই প্রথমবারের মতো গণিত বিভাগের ছাত্রছাত্রীদের দ্বারা তৈরি করা ২৫ টি মডেল প্রদর্শনীতে রাখা হয়েছে। সেই সঙ্গে ২০২০ সালের মহামারি করোনা রোগে আক্রান্ত হয়ে প্রয়াত ফাইন আর্টস বিভাগের শিক্ষক ভাস্কর বিজয় গুপ্তের স্মৃতিতে ফাইন আর্টসের আলাদাভাবে একটি বিভাগ বানিয়ে তাঁর নামে উৎসর্গ করা হয়েছে। এ দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষিক্ষা মালবিকা সেন সহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।

Author

Spread the News