জিরিঘাটে বার্মিজ সুপারি সহ লরি আটক, ধৃত চালক

বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : জিরিঘাট পুলিশের জালে আটকা পড়ল বার্মিজ সুপারি সহ এক লরি চালক। জিরিঘাট পুলিশ নিয়মিত চেকিং এর সময় মণিপুর থেকে শিলচর অভিমুখে আসা এনএল ০১ এবি ৭৬৯৭ নম্বরের একটি লরি থামিয়ে তল্লাশি চালিয়ে ৪০ বস্তা বার্মিজ সুপারী বাজেয়াপ্ত করে। সঙ্গে সঙ্গে বার্মিজ সুপারি সহ লরি চালককে গ্রেফতার করে জিরিঘাট থানায় নিয়ে আসে পুলিশ। লরি চালকের নাম সিরাজ উদ্দিন, বাড়ি কালাইনে দীর্ঘদিন ধরে শিলচর ইম্ফল ৩৭ নম্বর জাতীয় সড়কটি চোরা কারবারীদের করিডর হয়ে উঠেছে।

এই সড়ক পথে ড্রাগস, সুপারি সহ বিভিন্ন অবৈধ জিনিষ পাচার করতে গিয়ে পুলিশের জালে আটকা পড়েছেন অনেক অবৈধ কারবারিরা। বুধবার সকালে তল্লাশি চালিয়ে চল্লিশ বস্তা বার্মিজ সুপারি আটক করায় জিরিঘাট পুলিশের প্রসংশা করেছেন স্থানীয় জনগণ।
প্রতিবেদক : কেএইচ লস্কর, লক্ষীপুর।

Author

Spread the News