১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার অনুরোধ আদানির সংস্থাকে
১২ ফেব্রুয়ারি : শিল্পের যেমন রং নেই, চাহিদারও তেমনই। মুনাফার লক্ষ্যে শিল্প সংস্থা যে কারও হাত ধরতে পারে। চাহিদা থাকলে বৈরিতার তোয়াক্কা করে না। বাংলাদেশে বিদ্যুতের চাহিদা তেমনই। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন থাকলেও বিদ্যুতের জন্য শেষপর্যন্ত আদানি গোষ্ঠীর দুয়ারে ঢাকা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২০১৭ সালের চুক্তি অনুযায়ী আবার ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার জন্য অনুরোধ করেছে গৌতম আদানির সংস্থাকে।
গত অগাস্টে সরকারে পালাবদলের পর ওই চুক্তি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। অভিযোগ উঠেছিল, ওই চুক্তিতে অনেক অনিয়ম আছে। যে অভিযোগের জেরে বাংলাদেশ হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছিল। তদন্ত করছে একটি বিশেষজ্ঞ কমিটি। যে কমিটির রিপোর্ট চলতি মাসে জমা পড়তে পারে বলে সংবাদ সংস্থা রয়টার্সের খবর। তার আগেই চুক্তি মেনে বিদ্যুৎ সরবরাহের অনুরোধ পেল আদানি গোষ্ঠী।
যদিও গত ৩১ অক্টোবর হঠাৎ বিদ্যুৎ আমদানি অর্ধেক করে দিয়েছিল বাংলাদেশ। চুক্তিতে অনিয়মের অভিযোগের পাশাপাশি ৭৮০৭ কোটি টাকার বিপুল পরিমাণ বিল বকেয়া থাকায় ওই পদক্ষেপ বলে মনে করা হয়েছিল। যদিও পরে স্পষ্ট হয় শীতের মরশুমে চাহিদা কম থাকে বলে বিদ্যুৎ আমদানি অর্ধেক করতে পেরেছিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। শীত শেষের পথে আবার চাহিদা বাড়তে আরম্ভ করায় চুক্তি অনুযায়ী বিদ্যুৎ জোগানের জন্য আদানিদের দ্বারস্থ হতে হয়েছে।
চুক্তি অনুযায়ী অবশ্য ২৫ বছর ওই বিদ্যুৎ সরবরাহ করার কথা আদানি গোষ্ঠীর। ওই পরিমাণ বিদ্যুৎ ঝাড়খণ্ডের উৎপাদনকেন্দ্র থেকে জোগান দেওয়া হত। আদানিরা সেখানে প্রতিটি ৮০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার দুটি ইউনিট থেকে শুধু বিদ্যুৎ বাংলাদেশকেই দিত। বাংলাদেশ বিদ্যুৎ আমদানি অর্ধেক করে দেওয়ায় একটি ইউনিট বন্ধ করে রাখা হয়।
বকেয়ার পরিমাণ ৭৮০৭ কোটি বলে আদানি গোষ্ঠী জানালেও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাবে ওই পরিমাণ ৫৬৩৮ কোটি টাকা। বোর্ডের পক্ষ থেকে সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, বকেয়া মেটাতে মাসে ৭৩৭ কোটি টাকা করে দেওয়া হচ্ছে। পরে মাসে বকেয়া শোধের পরিমাণ আরও বাড়ানো হবে। ঝাড়খণ্ডের গোড্ডায় আদানিদের তাপবিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিট চালু করার আবেদন জানিয়েছে বোর্ড।
আদানিদের কোনও প্রতিক্রিয়া মঙ্গলবার পাওয়া যায়নি। বাংলাদেশের বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান এখন ভারতে রয়েছেন। তিনি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে প্রতিবেশীসুলভ সুসম্পর্ক রাখতে চাই। বর্তমান পরিস্থিতি কেটে যাবে বলে আশা করি।’ ইন্ডিয়া এনার্জি উইক ২০২৫-এ অংশ নিতে তিনি ভারতে আছেন।
খবর : উত্তরবঙ্গ সংবাদ।

