রাধামাধব কলেজের লাইব্রেরি নিউজলেটার ইনর্ফমেনিয়া-র দশম সংখ্যার উন্মোচন

বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : শিলচর রাধামাধব কলেজ বিপিনচন্দ্র মেমোরিয়াল লাইব্রেরির বার্ষিক নিউজলেটার ইনর্ফমেনিয়া-র দশম সংখ্যার উন্মোচন হয়েছে। মঙ্গলবার কলেজ কনফারেন্স হলে কলেজ পরিচালন সমিতির সভাপতি প্রফেসর অনুপকুমার দে-র হাত ধরে নিউজ লেটার ইনফর্মেনিয়া-র আবরণ উন্মোচন হয়। এ উপলক্ষ্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী, আইকিউএসি-র কো-অর্ডিনেটর তথা কলেজ লাইব্রেরিয়ান ড. সোনালি চৌধুরী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এদিনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কলেজ পরিচালন সমিতির সভাপতি প্রফেসর অনুপকুমার দে বলেন, লাইব্রেরি নিউজ লেটার ইনফর্মেনিয়া-র দশম সংখ্যার উন্মোচন অনুষ্ঠানে নিজেকে জড়িত রাখতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। নিউজ লেটারে লাইব্রেরির বিভিন্ন বিষয় সুন্দর করে উপস্থাপন করা হয়েছে এবং তিনি এই কাজের জন্য কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কলেজ লাইব্রেরিয়ান সহ উক্ত কাজে জড়িত সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশা ব্যক্ত করে বলেন আগামী বছর গুলিতেও একই ভাবে এধরণের উদ্যোগ গ্রহণ করা হবে।

কলেজ লাইব্রেরিয়ান ড. সোনালি চৌধুরীর উচ্চ প্রশংসা করে ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী বলেন, লাইব্রেরি বিভাগ প্রতিবছর বার্ষিক নিউজ লেটার ইনর্ফমেনিয়া-র উন্মোচন করে আসছে। তিনি বলেন, এটা লাইব্রেরিয়ান ড. সোনালি চৌধুরীর বিশেষ কৃতিত্ব। লাইব্রেরি বিভাগ এই নিউজ লেটার উন্মোচনের মাধ্যমে একটা বার্তা দিতে চায় যে এই বিভাগ কলেজের উন্নয়নের স্বার্থে কিছু একটা করতে চায় ।

এদিকে, কলেজ লাইব্রেরিয়ান ড. সোনালি চৌধুরী বলেন, আজকে যে নিউজ লেটার উন্মোচন হয়েছে এটা আমাদের দশম সংখ্যা। প্রতিবছর এই নিউজ লেটার প্রকাশিত হয়ে থাকে। এবছর দশম সংখ্যায় ২০২৪-২৫ সালের প্রতিটি কার্য্যকলাপ ও পরিষেবা সুবিধা কি কি আছে তা তুলে ধরা হয়েছে। নিউজ লেটার উন্মোচনে আন্তরিক সহযোগিতার জন্য তিনি কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী, লাইব্রেরি কমিটি ও লাইব্রেরি বিভাগের কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *