জারইতলা-চন্দ্রনাথপুর সড়কে ভূমিধস, কৃত্রিম বন্যায় প্লাবিত

ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১ অক্টোবর : বড়খলায় ভয়াবহ ভূমিধস পড়ল। জারইতলা-চন্দ্রনাথপুর সংযোগী সড়কের উপর ভূমিধসে পড়ে যাতায়াত প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কের দুই দিকে যানবাহনের দীর্ঘ লাইন। ধসের মাটি সরিয়ে সড়ক উন্মুক্ত করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। 

এ দিকে, মহালয়ার প্রাক্কালে অনাকাঙ্ক্ষিত কৃত্রিম বন্যায় প্লাবিত বড়খলার জারইলতলা বাজার এলাকা। মানুষের দোকানপাট, ঘরবাড়ি বন্যার জলে ভাসান পরিস্থিতি, মানুষের ভাড়াড়ের ধান সহ আচমকা প্লাবনে ক্ষয়ক্ষতির চরম পর্যায়। বন্যার জল মানুষের ঘরে প্রবেশের ফলে, অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। গোবাদি পশু নিয়ে বিপাকে মানুষ।

জারইতলা-চন্দ্রনাথপুর সড়কে ভূমিধস, কৃত্রিম বন্যায় প্লাবিত

জানা গেছে, সোমবার রাতের অবিরাম বৃষ্টিপাতের সাথে জারইলতলা বাজার ঘেষা সিংজুরি নালা বেদখল করে দোকানপাট বানানোর ফলে এমন ত্রাহিমাম পরিস্থিতি। নালা দখল নিয়ে ক্ষোভের পারদ ছড়ছে জনমনে। শীঘ্রই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনগণ। তাদের অভিযোগ বিভিন্ন সময়ে নালা নিষ্কাশনের নামে ঘাস কেটে সরকারি অর্থ হাফিস করা হয়েছে।

জারইতলা-চন্দ্রনাথপুর সড়কে ভূমিধস, কৃত্রিম বন্যায় প্লাবিত
জারইতলা-চন্দ্রনাথপুর সড়কে ভূমিধস, কৃত্রিম বন্যায় প্লাবিত

Author

Spread the News