গুয়াহাটিতে ভূমিধস, কৃত্রিম বন্যা, নাজেহাল
বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : গুয়াহাটিতে একের পর এক ভূমিধসের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বামুনিমৈদানে পাহাড় ধসে একটি বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়। টানা বৃষ্টিপাতের পর এ ঘটনা ঘটে। এ ছাড়া গুয়াহাটিতে কৃত্রিম বন্যারও সৃষ্টি হয়েছে। জমা জলের নীচে অনিলনগর, নবীননগর প্রভৃতি এলাকা।
এ দিকে, গুয়াহাটি মহানগরে সংঘটিত ভূমিধসে সৌভাগ্যবলে প্রাণে বেঁচেছে একটি পরিবার। বৃহস্পতিবার ভোরের দিকে সংঘটিত হয়েছে। মহানগরের জু-নারেন্সি রোড সংলগ্ন ভাস্করনগরে পাহাড়ের মাটি ধসে পড়ে গৃহস্থের ঘরের ওপর। এ ঘটনায় ঘরের আবাসিকদের প্রাণরক্ষা হয়েছে। তবে গার্ড ওয়াল ভেঙে ধসের নীচে পড়ার পাশাপাশি বসতঘর সহ ঘরের আসবাবপত্রের বিস্তর ক্ষতি হয়েছে।