লক্ষীপুরে বনধ সর্বাত্মক, প্রকাণ্ড গাছ ফেলে জাতীয় সড়ক অবরোধ

বরাক তরঙ্গ, ২৭ জুন : পুলিশের কড়া প্রহরা থাকা সত্ত্বেও শিবপুরে ৩৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ মুক্ত করতে হিমশিম খেতে হয়েছে পুলিশের। বার কয়েক গাছ ফেলে রাস্তা বন্ধ করে দেন পিকেটাররা। বারবার তাদের ছত্রভঙ্গ করতে হয়েছে পুলিশের।
মঙ্গলবার ১২ ঘন্টার বনধ সর্বাত্মক পালিত হয় লক্ষীপুর মহকুমা এলাকায়। লক্ষীপুরে বিডিএফ সংগঠনের পিকেটার্স না থাকলেও প্রায় প্রতি প্রত‍্যেক সড়কে কংগ্রেস দলের কর্মী সমর্থক বনধ সফল করতে ঝাঁপিয়ে পড়েন। কংগ্রেসের আহ্বানে ১২ ঘন্টার বনধ প্রায় সর্বাত্মক পালিত হয়েছে গোটা লক্ষীপুর মহকুমা এলাকায়। বনধ সফল করতে সকাল থেকে সড়কে নেমে পড়েন লক্ষীপু্রের কংগ্রেস নেতা তথা এপিসিসির সম্পাদক থৈবা সিংহ, লক্ষীপু্রের পুরকমিশনার অমিত দাস, বাপ্পা সেন, লক্ষীপুর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি মহিবুর রহমান খান, সাধারণ সম্পাদক মনোজ কৈরি, বাঁশকান্দি ব্লক কংগ্রেস কমিটির সভাপতি হোসেনুল হক লস্কর, যুব কংগ্রেসের ফারুক আহমদ বড়লস্কর, লক্ষীপুর শহর মণ্ডল কংগ্রেস কমিটির সভাপতি বিজন পাল, সাধারণ সম্পাদক আব্দুল হোসেন লস্কর সহ অনেক কংগ্রেস কর্মী। সকালেই ফুলেরতল থেকে লক্ষীপুর পুলিশ বাপ্পা সেন ও আনসারুল আলম লস্করকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে দুপুরে শিবপুরে ৩৭ নম্বর জাতীয় সড়ক থেকে থৈবা সিংহ সহ কয়েকজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় লক্ষীপুর পুলিশ। লক্ষীপুর পুলিশ ১০ জন পিকেটার্সকে গ্রেফতার করে পরে বিকেল পাঁচটায় ছেড়ে দিয়েছে পুলিশ। এ দিকে বাঁশকান্দি পুলিশ জাতীয় সড়ক থেকে বাঁশকান্দি ব্লক কংগ্রেস কমিটির সভাপতি হোসেনুল হক লস্কর, যুব কংগ্রেসের ফারুক আহমদ বড়লস্কর, দীপু গোয়ালা, নামর আলি বড়ভূইয়া সহ পাঁচ জনকে আটক করে।

লক্ষীপুরে বনধ সর্বাত্মক, প্রকাণ্ড গাছ ফেলে জাতীয় সড়ক অবরোধ

পুলিশের কড়া প্রহরা থাকা সত্ত্বেও শিবপুরে ৩৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন একদল অবরোধকারী। পুলিশ বারবার তাদেরকে ছত্রভঙ্গ করতে হয়েছে। অন‍্যদিকে পালোরবন্দ থেকে তলেনগ্রাম হয়ে লক্ষীপুর সড়কের তলেনগ্রামে জোরদার অবরোধ গড়ে তুলেন বিক্ষুব্ধ জনতা। সড়কে একেবারে প্রকাণ্ড গাছ ফেলে দিয়ে দীর্ঘ সময় অবরোধ সৃষ্টি করেন। একবার নয় বারবার সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে প্রতিবাদ সাব‍্যস্ত করেন প্রতিবাদী মানুষ। সড়ক অবরোধ মুক্ত রাখতে পুলিশ বাহিনীকে হিমশিম খেতে হয়েছে। বারবার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে খসড়া প্রস্তাবের বিরোধীতায় প্রতিবাদ করতে দেখা যায় লক্ষীপুর এলাকায়। দিনভর কোন সড়কেই যানবাহন ছিল না তবুও সড়ক অবরোধ মুক্ত রাখতে পুলিশকে দৌড়ঝাঁপ করতে দেখা যায়। বনধ সম্পূর্ণ সফল হয়েছে বলে দাবি করেছেন কংগ্রেস নেতা থৈবা সিংহ, অমিত দাস, বাপ্পা সেন প্রমুখ।
প্রতিবেদক : কেএইচ লস্কর, লক্ষীপুর।

Author

Spread the News