নিরাময় ট্রাস্ট ও স্কুল অব যোগ এডুকেশনের উপদেষ্টা মণ্ডলীতে কৌশিক-অমিতাভ-রসরাজ
বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : নিরাময় চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে তাপাং ব্লকের বড়সাঙ্গনে এক সংক্ষিপ্ত সভা আয়োজনের মাধ্যমে নিরাময় চ্যারিটেবল ট্রাস্টের উপদেষ্টা হিসাবে লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই, কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রাই ও জেলা গ্রামোন্নয়ন সংস্থার প্রাক্তন প্রকল্প সঞ্চালক রসরাজ দাসকে মনোনীত করা হয় ।
তাপাংয়ের বড়সাঙ্গনে আবাসিক যোগ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে তৎপর নিরাময় সংস্থা_____
সোমবার নিরাময় স্কুল অব যোগ এডুকেশনের সভাপতি স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত যুগ্ম সঞ্চালক ডাঃ অজিতকুমার ভট্টাচার্য জানান, নিরাময় হচ্ছে যোগ শিক্ষার একটি প্রতিষ্ঠান। এই সংস্থা যোগের ওপর নানা ধরণের কার্যক্রম, সচেতনতা সভা ও ট্রেনিং দিয়ে আসছে বহু বছর ধরে। তিনি বলেন, বড়সাঙ্গন এলাকায় যোগ শিক্ষার একটি আবাসিক স্কুল, মেডিটেশন সেন্টার গড়ে তুলতে তারা আগ্রহী। এক্ষেত্রে তারা বিধায়ক কৌশিক রাই ও কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রাই এর সহযোগিতা কামনা করছেন। তিনি বলেন এই অঞ্চলে যোগ শিক্ষার জন্য স্কুল নির্মাণ হলে বাইরে থেকেও অনেক প্রশিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। ধাপে ধাপে এখান থেকে প্রশিক্ষণ প্রাপ্তরা বিভিন্ন স্কুলে গিয়ে যোগের ওপর ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিতে পারবে বলে জানান।
তিনি আরও বলেন, যোগের মাধ্যমে শরীরকে কিভাবে সুস্থ রাখা যায় এবং অনেক রোগ যোগের মাধ্যমে কীভাবে সারানো যায় এই চিন্তাধারা মাথায় রেখে এগিয়ে চলছি আমরা। এখানে আবাসিক স্কুল হলে আশপাশের গ্রামকেও দত্তক নেবে নিরাময়।
এদিনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিরাময় সংস্থার উপদেষ্টা তথা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, নিরাময় সংস্থার অন্যতম উপদেষ্টা বেণুলাল বর্মন, কোর্স ও প্রশিক্ষণের সঞ্চালক দিব্য গীতানন্দ প্রমুখ।