শ্রীভূমি জেলায় নেহেরু যুব কেন্দ্রের যুব উৎসব উদযাপন

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : শ্রীভূমি শহরের বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন অডিটরিয়ামে রবিবার নেহেরু যুব কেন্দ্রের ব্যবস্থাপনায় বিভিন্ন কার্যসূচি ও প্রতিযোগিতার মধ্য দিয়ে যুব দিবস ২০২৪ উদযাপন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জলন করেন নেহেরু যুব কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর মেহবুব আলম লস্কর, বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনের অধ্যক্ষা জয়িতা ভট্টাচার্য, রবীন্দ্রসদন কলেজের অধ্যাপক সঞ্জয় কুমার শীল, নীলাঞ্জন দে ও তনুশ্রী ঘোষ তথা পাথারকান্দি কলেজের অধ্যাপক অভিজিৎ দত্ত সহ বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্জ্বলনের পর স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে অতিথিরা মাল্যদান ও পুষ্পাঞ্জলি প্রদান করেন। সভার শুরুতে নেহেরু যুব কেন্দ্র থেকে ডেপুটি ডিরেক্টর মেহেবুব আলম লস্কর সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তারপর সভায় উপস্থিত বিশিষ্টজনেরা পাঁচপ্রণ এর বিষয় নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নেতাজি স্পোর্টিং ক্লাবের সম্পাদক দেবাশিসচন্দ্র দেব।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ছয়টি বিভাগে প্রতিযোগিতা আরম্ভ করা হয়। এতে একক এবং গ্রুপ  দুইটি পর্যায়ে বিজ্ঞান মেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিচারক ছিলেন ক্রমান্বয়ে সুমি দাস পুরকায়স্থ অধ্যাপিকা করিমগঞ্জ কলেজ, মাধব ঘোষ অধ্যাপক করিমগঞ্জ কলেজ ও সঞ্জয়কুমার শীল অধ্যাপক রবীন্দ্র সদন গার্লস কলেজ। এতে গ্রুপ বিজ্ঞান মেলাতে প্রথম স্থান অর্জন করে আদর্শ বিদ্যালয় চান্দখিরা। দ্বিতীয় ও তৃতীয়  স্থানাধিকার করে কেন্দ্রীয় বিদ্যালয় শ্রীভূমি জেলা। এতে একক বিজ্ঞান মেলায় প্রতিযোগিতায় প্রথম রিমশা দাস, দ্বিতীয় মানবেন্দ্র সিংহ ও তৃতীয় স্থানাধিকার করে সুস্মিতা চৌধুরী। এদিকে ইয়ং আর্টিস্ট কনটেস্টে পোয়েট্রি বিভাগে বিচারক ছিলেন অধ্যাপক সঞ্জয় কুমার শীল, মাধব ঘোষ ও অধ্যাপিকা তনুশ্রী ঘোষ, এতে প্রথম কোহিমা রায়, দ্বিতীয় বিপ্রজ্যোতি রায় ও তৃতীয় স্থানাধিকার করে এরশাদ চৌধুরী। পাশাপাশি, মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিচারক ছিলেন ঐশ্বরিয় দে, সুদীপ দাস ও সুজয় ধর। এতে প্রথম অন্বেষা সেনগুপ্ত ও দ্বিতীয় স্থানাধিকার করে অধিরাজ দাস।

শ্রীভূমি জেলায় নেহেরু যুব কেন্দ্রের যুব উৎসব উদযাপন

এদিন ডিক্লেমেশন কনটেস্টের আয়োজন করা হয়। এতে বিচারক ছিলেন রবীন্দ্রসদন কলেজের অধ্যাপক কিশলয় চক্রবর্তী, নিলাঞ্জন দে ও সঞ্জয় কুমার শীল। এই প্রতিযোগিতায় প্রথম সাদিকা ইয়াসমিন, দ্বিতীয় ঋদ্ধিমান দাস ও তৃতীয় স্থানাধিকার করে এজারুল ইজাজ। অনুরূপভাবে, এদিনের অনুষ্ঠানে ইয়ুথ আর্টিস্ট  প্রতিযোগিতায় প্রথম দিয়া দেবনাথ, দ্বিতীয় রত্নদীপ নাথ ও তৃতীয় স্থানাধিকার করে মৃণাল মালাকার এবং বিচারক মণ্ডলীতে ছিলেন মৌসুমী দাস বণিক, সোনালী গোস্বামী ও অনিরুদ্ধ নন্দী। এছাড়া গ্রুপ ডান্স প্রতিযোগিতায় প্রথম ভূমিকা সামাজিক ও সাংস্কৃতি সংস্থা, দ্বিতীয় নিত্যশ্রী কলা নিকেতন এবং তৃতীয় স্থানাধিকার করে গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। সবশেষে নেহেরু যুব কেন্দ্রের প্রোগ্রাম সুপারভাইজার দেবব্রত দাস ধন্যবাদ জ্ঞাপন করেন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শ্রীভূমি জেলায় নেহেরু যুব কেন্দ্রের যুব উৎসব উদযাপন

Author

Spread the News