৯ বছর বয়সেই বিয়ে, প্রস্তাবের প্রতিবাদ ইরাকে

১০ আগস্ট : ৯ বছর বয়সেই বিয়ে দেওয়া যাবে মেয়েদের! এমন আইন পাশ করতে প্রস্তাব আনল ইরাক (Iraq)। বর্তমানে সেদেশে মহিলাদের বিয়ের আইনি বয়স ১৮ বছর। কিন্তু এবার সেই আইন বদল করতে উদ্যোগী হয়েছে ইরাকের ন্যায় মন্ত্রক। এমন প্রস্তাব প্রকাশ্যে আসতেই ইরাকজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ (Protest)। সরকারের সিদ্ধান্তে বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মহিলারা।

সূত্রের খবর, বিয়ের আইনি বয়স কমানো নিয়ে একটি প্রস্তাব পেশ হয়েছে ইরাকের পার্লামেন্টে (Parliament)। যেখানে বলা হয়েছে, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স এবার থেকে ৯ বছর হবে। কমিয়ে দেওয়া হবে ছেলেদের বিয়ের বয়সও। ১৫ বছর বয়স হলে আইনিভাবে বিয়ে করতে পারবে ছেলেরা। ইরাক সরকারের মতে, অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়া আটকানোর জন্য এই প্রস্তাব নাকি আনা হয়েছে। জুলাই মাসের শেষদিকে এই প্রস্তাব পেশ হয় পার্লামেন্টে। তবে সেবার সাংসদদের আপত্তিতে এই প্রস্তাব প্রত্যাহার করে নিতে বাধ্য হয় ইরাক সরকার। তবে বিতর্কিত এই প্রস্তাবে সমর্থন জানান সেখানকার প্রভাবশালী শিয়া ধর্মগুরুরা। তাঁদের সমর্থন নিয়ে আবারও পার্লামেন্টে বিতর্কিত প্রস্তাবটি পেশ হয়েছে। এছাড়া ইসলামি আইন বিলুপ্ত করা হয় ১৯৫৯ সালে। কিন্তু নতুন প্রস্তাব অনুযায়ী ইরাকে আবার ফিরতে চলেছে ইসলামি আইনের শাসন।

৯ বছর বয়সেই বিয়ে, প্রস্তাবের প্রতিবাদ ইরাকে

Author

Spread the News