উৎকোচ : গ্রেফতার সমবায়ের ডেপুটি রেজিস্ট্রার

বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : উৎকোচ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়লেন এক সমবায় আধিকারিক।  মঙ্গলবার মঙ্গলদৈ এক সমবায় আধিকারিককে পাকড়াও করে দুর্নীতি নিবারণ শাখা। 

জানা যায়, কর্মকর্তা হলেন তিনি দরং জেলা সমবায় সমিতির দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার পরেশ কুমার চাহু। তিনি মহিলার কাছ থেকে ৮ হাজার টাকা নেওয়ার সময় ওই অফিসারকে হাতেনাতে ধরা হয়। তিনি সমবায় সমিতি নিবন্ধনের নামে দুই মহিলার কাছে নগদ ১০ হাজার টাকা দাবি করেন।

উৎকোচ : গ্রেফতার সমবায়ের ডেপুটি রেজিস্ট্রার

Author

Spread the News